বাপাতলা (অন্ধ্রপ্রদেশ), 5 ডিসেম্বর: শবরীমালা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল (Four Ayyappa Devotees Dead in Road Accident) ৷ অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ভেমুরু মণ্ডলের চিভুকুলাভারি পুকুরের কাছে গাড়ি উলটে ঘটনাটি ঘটেছে (Road Accident in Andhra Pradesh) ৷ জানা গিয়েছে, দৃশ্যমানতা কম থাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুলিশের সতর্কতামূলক বোর্ডে ধাক্কা মারে ৷ ঘটনায় 3 পুণ্যার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷
ভেমুরি পুলিশের তরফে জানানো হয়েছে, কৃষ্ণা জেলার নুলুপুডি গ্রামের 23 জন পুণ্যার্থী শবরীমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷ তাঁরা পুজো দিয়ে সোমবার সকালে তেনালি স্টেশনে নামেন ৷ সেখান থেকে গ্রামে ফেরার জন্য একটি টেম্পো ভাড়া করেন ৷ ভেমুরু মণ্ডলের চিভুকুলাভারি পুকুরের কাছে দৃশ্যমানতা কম ছিল ৷ পাশাপাশি, গাড়ির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ যার জেরে রাস্তার ধারে পুলিশের সতর্কতামূলক বোর্ডে ধাক্কা মারে টেম্পোটি ৷ সঙ্গে সঙ্গে 23 জন যাত্রী নিয়ে উলটে যায় সেটি ৷