পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার বাড়বাড়ন্ত রুখতে গোয়ায় চারদিনের লকডাউন - four-day lockdown in Goa

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত করোনা ভাইরাস রুখতে জনগণকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার কথা বলেছেন ৷ এছাড়াও করোনার উপসর্গ দেখা দিলে ওষুধ খাওয়ার আবেদন জানিয়েছেন ৷

করোনার বাড়বাড়ন্ত রুখতে বৃহস্পতিবার থেকে গোয়ায় চারদিনের লকডাউন
করোনার বাড়বাড়ন্ত রুখতে বৃহস্পতিবার থেকে গোয়ায় চারদিনের লকডাউন

By

Published : Apr 30, 2021, 7:25 AM IST

পানাজি, 30 এপ্রিল : করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রুখতে চারদিনের লকডাউন ঘোষণা করল গোয়া সরকার ৷ বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে সোমবার সকাল (3 মে ) পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ লকডাউন হলেও প্রয়োজনীয় পরিষেবা ও শিল্প প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷

পাশাপাশি জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ সোমবার লকডাউন তুলে নেওয়া হবে ৷ এছাড়াও করোনা ভাইরাস রুখতে জনগণকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার কথা বলেন এবং উপসর্গ দেখা দিলে ওষুধ খাওয়ার আবেদন জানিয়েছেন ৷

চারদিনের লকডাউনে কী কী বন্ধ থাকছে এবং কোন কোন পরিষেবায় ছাড় দেওয়া হল, দেখে নেওয়া যাক এক নজরে :

  • লকডাউন চলাকালীন প্রয়োজনীয় পরিষেবা এবং শিল্পকে ছাড় দেওয়া হল ৷ তবে গণপরিবহণ বন্ধ থাকবে ৷
  • রেস্তোঁরা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে এবং খাবার সরবরাহও করা যেতে পারে ।
  • লকডাউনের সময় সাপ্তাহিক বাজারগুলি বন্ধ থাকবে ৷
  • ক্যাসিনো, হোটেল এবং পাব বন্ধ থাকবে ৷
  • সীমান্তগুলিতে প্রয়োজনীয় পরিষেবার জন্য পরিবহণ ব্যবস্থা খোলা থাকবে ৷
  • চারদিন ধরে গোয়ায় আগত সমস্ত পর্যটকদের তাঁদের হোটেলে থাকার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে এই চারদিন পর্যটকদের বাইরে বেরোনোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ ​​

আরও পড়ুন :সংক্রমণ রুখতে আগামী চারদিন বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু বাজার

ABOUT THE AUTHOR

...view details