উনা (হিমাচল প্রদেশ), 9 ফেব্রুয়ারি: হিমাচল প্রদেশের উনা জেলার আম্ব এলাকায় দুটি ঝুপড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জনের ৷ সকলেই নাবালক- নাবালিকা ৷ এই চারজনের 3 জন সম্পর্কে ভাই-বোন ৷ তাদের বয়স 6 থেকে 17 বছরের মধ্যে ৷ পুলিশ ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে (Himachal Pradesh fire incident) ৷
পুলিশ জানিয়েছে, বুধবার রাত 11টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ যে ঝুপড়ি দুটিতে আগুন লাগে সেগুলিতে পরিযায়ী শ্রমিকরা থাকতেন বলে খবর ৷ মৃতরা প্রত্যেকেই বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা ৷ রাতে যখন আগুন লাগে তখন বাচ্চাগুলি ঘুমাচ্ছিল, ফলে তারা আর বাইরে বেরিয়ে আসতে পারেনি ৷ মৃতরা হল শিবম কুমার (6), গোলু কুমার (7), নীতু কুমারী (14), সোনু কুমার (17) (Four children died in fire in Una) ৷
আরও পড়ুন: প্রতিদিন নয়া আক্রান্ত 3! ত্রাসের চেহারা নিচ্ছে এইচআইভি