নয়াদিল্লি, 29 মার্চ: অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কির জেরে বিজেপির চারজন বিধায়ককে বুধবার বের করে দেওয়া হল দিল্লি বিধানসভা থেকে (Four BJP MLAs marshalled out of Delhi Assembly) ৷ তাঁরা যে বিষয়ে নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন, সেই নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ রামনিবাস গোয়েল (Delhi Speaker Ram Niwas Goel) ৷ তার জেরেই ওই বিজেপি বিধায়করা অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কি করেছেন বলে অভিযোগ ৷ তার পরই মার্শাল দিয়ে তাঁদের বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ ৷
প্রসঙ্গত, এদিন দিল্লি বিধানসভার অধিবেশনে আম আদমি পার্টির তরফে রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় (AAP on Delhi Law and Order) ৷ অভিযোগ করা হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেনে একটি অনুষ্ঠান চলাকালীন ছাত্রীদের হেনস্তা করা হয়েছে ৷ সেই কারণেই দিল্লিতে নারীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার অভিযোগ তোলা হয় আপের তরফে ৷ এর দায় দিল্লির উপ-রাজ্যপালের উপরই চাপিয়েছে আপ ৷
আপ বিধায়ক ভাবনা গৌর এই বিষয়টি নিয়ে এদিন দিল্লি বিধানসভায় সরব হন ৷ তাঁর দাবি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেনে ওই অনুষ্ঠান চলাকালীন কয়েকজন পুরুষ দেওয়াল টপকে ঢুকে পড়ে ৷ সেই কারণেই তিনি জাতীয় রাজধানীতে মহিলাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়টি উত্থাপন করেন ৷ কিন্তু বিজেপি বিধায়করা এখন বাতিল হওয়া আবগারি নীতি-সহ দুর্নীতির বিষয়ে আলোচনার দাবিতে সরব হন ৷ কিন্তু অধ্যক্ষ সেই দাবি খারিজ হয়ে যায় ৷ তাঁর বক্তব্য, ওই ইস্যুতে আর আলোচনা করা সম্ভব নয় ৷ কারণ, এই নিয়ে আগেই আলোচনা হয়েছে ৷