বেগুসরাই, 16 সেপ্টেম্বর: বেগুসরাই শুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেফতার করল বিহার পুলিশ (Four Accused Arrested in Begusarai Shootout Case) ৷ আজ বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার বিহারের বেগুসরাইয়ে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত নাগাকে গ্রেফতার করা হয়েছে ৷ সঙ্গে আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যে ঘটনায় 1 জনের মৃত্যু হয় এবং 11 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৷
জানা গিয়েছে, অভিযুক্তরা রাঁচি পালানোর চেষ্টা করছিল ৷ ঝাঁঝা রেল স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতেরা মৌর্য এক্সেপ্রেসে উঠে পালানোর চেষ্টা করছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ প্রধান অভিযুক্ত সুমিত কুমার ওরফে নাগা ছাড়াও দলে ছিল কেশব, যুবরাজ এবং অর্জুন ৷ প্রসঙ্গত, এর আগে বেগুসরাই পুলিশের তরফে জানানো হয়েছিল, মানসিক বিকারগ্রস্ত 4 জন দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালিয়েছে ৷ যে ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে এবং 11 জন আহত ৷