পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC in Meghalaya : তৃণমূলে যোগ দিলেন মেঘালয় যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিচার্ড এম মারাক

আবারও কংগ্রেস ভাঙিয়ে মেঘালয়ে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস (TMC in Meghalaya) ৷ বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন রিচার্ড এম মারাক (Richard Mrong Marak joins TMC) ৷ তিনি যুব কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি ৷

ex-youth congress state president richard mrong marak joins tmc in meghalaya
TMC in Meghalaya : তৃণমূলে যোগ দিলেন মেঘালয় যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিচার্ড এম মারাক

By

Published : Dec 9, 2021, 2:40 PM IST

Updated : Dec 9, 2021, 5:23 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর :মেঘালয় কংগ্রেসে আবারও থাবা বসাল তৃণমূল কংগ্রেস (TMC in Meghalaya) ৷ ঘাসফুল শিবিরে যোগ দিলেন রিচার্ড এম মারাক (Richard Mrong Marak joins TMC) ৷ কিছুদিন আগে পর্যন্ত রিচার্ড ছিলেন মেঘালয় যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি ৷ গত 3 ডিসেম্বর সেই পদে ইস্তফা দেন তিনি ৷ পদত্যাগ করেন কংগ্রেসের সাধারণ সদস্যপদ থেকেও ৷ 3 ডিসেম্বর রিচার্ড নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৷ তখন থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয় ৷ কারণ, রিচার্ড রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুল সাংমার (Mukul Sangma) কাছের লোক বলেই পরিচিত ৷ তাই নেতার পিছন পিছন অনুগামীও যে দল বদল করে তৃণমূলের হাত ধরতে চলেছেন, তার একটা আভাস তখন থেকেই মিলতে শুরু করেছিল ৷ সেই জল্পনা সত্যি করেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে নাম লেখান রিচার্ড ৷

আরও পড়ুন :Mukul Sangma Joins TMC : উত্তর-পূর্ব ভারতে ঘাসফুল, তৃণমূলে মেঘালয়ের কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা

রিচার্ডের দলবদলের পিছনে বড় অঙ্ক দেখছেন রাজনীতির কারবারিরা ৷ তাঁদের একাংশের বিশ্লেষণ হল, চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে বেকায়দায় ফেলতে হলে জাতীয় স্তরে যত দ্রুত সম্ভব ভিত মজবুত করতে হবে তৃণমূলকে ৷ কিন্তু, উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য, কিংবা গোবলয়ে এখনই খুব বেশি সুবিধা করে উঠতে পারবে না বাংলার শাসকদল ৷ বদলে উত্তর-পূর্বের দূরবর্তী (রাজধানী দিল্লি থেকে) রাজ্যগুলিতে সংগঠন বিস্তার তুলনামূলক সহজ ৷ কারণ, প্রথমত, এখানকার সংস্কৃতি গেরুয়াবাহিনীর সনাতনী ভাবনার থেকে একেবারেই আলাদা ৷ দ্বিতীয়ত, যত দিন যাচ্ছে, এই অঞ্চলে কংগ্রেসের রাশ আলগা হচ্ছে ৷ এই অবস্থায় আপাতত কংগ্রেসকে মুছে ফেলে সেই জায়গা দখল করাই তৃণমূলের লক্ষ্য ৷ তাতে আগামী দিনে বিজেপির বিরোধিতা করা তৃণমূলের পক্ষে সহজ ৷

আরও পড়ুন :Mukul Sangma : সুস্মিতা দেবের পথে কি মুকুল সাংমা, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল ঘিরে জল্পনা

ওয়াকিবহল মহলের বক্তব্য, কংগ্রেস ভাঙিয়ে নিজের দল ভারী করার যে কৌশল নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee), তা আদতে বিজেপিকে রুখে দেওয়ার শুরুর ধাপ ৷ ইতিমধ্যেই মেঘালয় বিধানসভায় কংগ্রেসের কাছ থেকে বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ রাজ্য প্রশাসনের অলিন্দে পা রেখেছে তারা ৷ আর এবার দলে এলেন রিচার্ড ৷ এতে মেঘালয়ে তৃণমূলের সংগঠন বিস্তার করা ও তাকে দৃঢ় করা সহজ হবে (Trinamool Congress spreads wings in Meghalaya) ৷ সূত্রের দাবি, ত্রিপুরার পর মেঘালয়তেও একেবারে তৃণমূল স্তরে গিয়েই সংগঠন বিস্তারের কাজ করতে চাইছে তৃণমূল নেতৃত্ব ৷ রিচার্ড তৃণমূলে যোগ দেওয়ার পর সেই কাজে গতি আসবে বলেই মনে করা হচ্ছে ৷ কারণ, মেঘালয়ের ছাত্র ও যুবদের মধ্যে এই তরুণ নেতা যথেষ্ট জনপ্রিয় ৷ সেই জনপ্রিয়তা তৃণমূলের কাজে লাগবে বলেই আশা দলীয় নেতৃত্বের ৷

Last Updated : Dec 9, 2021, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details