প্রয়াগরাজ, 8 জানুয়ারি: প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi) ৷ প্রবীণ বিজেপি নেতা দীর্ঘদিন ধরেই নানাবিধ রোগভোগে ভুগছিলেন ৷ তাঁর ছেলে নীরজ ত্রিপাঠী জানিয়েছেন, 8 জানুয়ারি, রবিবার, সকাল 5টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ নেতা কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi Passes Away) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷ গত বছরের শেষে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের আকুরা ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি (Senior BJP leader and former speaker of UP Legislative Assembly Keshari Nath Tripathi passes away, confirms his son Neeraj Tripathi) ।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi tweet over Keshari Nath Tripathi), "তাঁর কাজ এবং উচ্চভাবনার জন্য শ্রী কেশরীনাথ ত্রিপাঠীজিকে সবার শ্রদ্ধা করত ৷ তিনি সাংবিধানিক বিষয়গুলিতে তাঁর খুব ভাল জ্ঞান ছিল ৷ উত্তরপ্রদেশে বিজেপি সংগঠিত করার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ তিনি রাজ্যের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেছেন ৷ তাঁর মৃত্যু বেদনাদায়ক ৷ তাঁর পরিবার এবং আত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷"
আরও পড়ুন:প্রয়াত হীরাবেন মোদি, ছবিতে ফিরে দেখা মা-ছেলের সম্পর্কের সাতকাহন