নয়াদিল্লি, 25 জানুয়ারি: দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Former West Bengal CM Buddhadeb Bhattacharjee to get Padma Bhushan) ৷ প্রথা মেনে মঙ্গলবার, সাধারণতন্ত্র দিবসের আগের দিন, এবছরের পদ্ম পুরষ্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র ৷ সেখানেই এই বাম নেতাকে পদ্মভূষণ দেওয়ার কথা জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার ৷ এছাড়াও পদ্মভূষণ পাচ্ছেন করোনা টিকা কোভ্যাকসিনের নির্মাতা ভারত বায়োটেকের চেয়ারম্যান কৃষ্ণা এল্লা এবং তাঁর স্ত্রী সুচিত্রা এল্লা ৷
এছাড়াও পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ৷ পদ্মভূষণ প্রাপকদের তালিকায় নাম রয়েছে আরেক কোভিড টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের এমডি সাইরাস পুনাওয়ালারও৷ এছাড়াও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, গুগলের সিইও সুন্দর পিচাই, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ পাচ্ছেন পদ্মভূষণ ৷