নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি :কংগ্রেস থেকে পদত্য়াগ করলেন অশ্বিনী কুমার (former upa minister ashwini kumar quits congress) ৷ পাঁচ রাজ্যের ভোট চলাকালীন যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেশের রাজনীতিতে ৷ কারণ, তিনি ইউপিএ আমলে কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন (Former Law Minister) ৷
এদিন সংবাদসংস্থার তরফে অশ্বিনী কুমারের একটি চিঠি টুইট করা হয়েছে ৷ সেই চিঠিটি তিনি লিখেছেন, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Congress Interim President Sonia Gandhi) ৷ সেখানে তিনি লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি কংগ্রেসে সম্মানের সঙ্গে থাকতে পারছেন না ৷ তাই জাতীয় স্বার্থে তিনি দলের বাইরে থেকেই কাজ করতে চান ৷
চিঠিতে নিজেই জানিয়েছেন যে, কংগ্রেসের তাঁর সম্পর্ক 46 বছরের ৷ এই সময়ে তিনি দলে একাধিক দায়িত্ব সামলেছেন ৷ এছাড়া পঞ্জাব থেকে তিনি টানা 14 বছর রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন ৷