নয়া দিল্লি, 9 জানুয়ারি : নির্বাচন কমিশনার হলেন অনুপচন্দ্র পাণ্ডে ৷ 1984-র এই আইএএস উত্তরপ্রদেশে কর্মরত ছিলেন, পরে অবসর নেন ৷ মঙ্গলবার দেশের আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতি অনুপচন্দ্র পাণ্ডেকে নিযুক্ত করেছেন ৷ তবে 2024 সালে 65 বছর পূর্ণ হলে নির্বাচন কমিশনারের বয়সজনিত নিয়ম মেনে অবসর নেবেন তিনি ৷
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা 12 এপ্রিল অবসরগ্রহণ করেন ৷ পাণ্ডের নিয়োগের ফলে তিন সদস্যের নির্বাচন কমিশনের পরিচালক দল সম্পর্ণ হল ৷ বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র আর অন্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ এবার এই তিন সদস্যের এই নির্বাচন কমিশন আগামী বছরে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর আর উত্তরাখণ্ডে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন পরিচালনা করবে ৷