মান্ডি (হিমাচল প্রদেশ), 11 মে: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পণ্ডিত সুখরাম ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 95 বছর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে ৷ সেখানেই দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি (Former Union minister Sukh Ram breathes his last at Delhi AIIMS) ৷
4 মে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন পণ্ডিত সুখরাম ৷ তাঁকে হিমাচল প্রদেশের মান্ডি আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে 7 মে সকাল উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে দিল্লি এইমস-এ নিয়ে যাওয়া হয় । প্রবীণ নেতাকে রাজধানীতে নিয়ে আসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে দেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ৷ পণ্ডিত সুখরামের নাতি আশ্রয় শর্মা বুধবার গভীর রাতে একটি ফেসবুক পোস্টে লেখেন, "দাদাজিকে বিদায় জানাচ্ছি ৷ ফোনের রিং আর বাজবে না ৷ (আলভিদা দাদাজি ৷ অব নহি বজেগি টেলিফোন কি ঘণ্টি)।"