পাতুর (মহারাষ্ট্র), 17 নভেম্বর:কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)-এ আবারও গ্ল্য়ামারের ছোঁয়া ৷ এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) পাশে থাকার বার্তা দিয়ে এই কর্মসূচিতে তাঁর সঙ্গে পা মেলালেন অভিনেত্রী রিয়া সেন (Riya Sen) ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) পাতুর (Patur) থেকে হাঁটা শুরু করেন কংগ্রেসের নেতা, কর্মী ও অনুগামীরা ৷ সামনে থেকে তাতে নেতৃত্ব দেন রাহুল ৷ তাঁর পাশেই হাঁটতে দেখা যায় রিয়াকে ৷ প্রসঙ্গত, রিয়া সেন অভিনেত্রী মুনমুন সেনের (Moon Moon Sen) ছোট মেয়ে ৷ সেই মুনমুন সেন, যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জিতে পৌঁছে গিয়েছিলেন সংসদে ৷ এদিকে, 2024 সালের লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে কংগ্রেসকে (Congress) ছাড়াই বিজেপিবিরোধী মহাজোট গঠনের চেষ্টা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেই প্রেক্ষাপটে তৃণমূলেরই প্রাক্তন সাংসদের মেয়ে এভাবে রাহুল গান্ধির পাশে হাঁটায় শুরু হয়েছে নতুন জল্পনা ৷
এদিন মহারাষ্ট্রের আকোলায় রাহুল গান্ধির সঙ্গে হাঁটতে দেখা যায় রিয়া সেনকে ৷ ইতিমধ্য়েই সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাতে হাঁটার ফাঁকেই রাহুলের সঙ্গে একাধিকবার কথা বলতে দেখা গিয়েছে রিয়াকে ৷ তাঁর পরনে ছিল কমলা রঙের ছাপা কুর্তি এবং ডেনিম ৷ কুর্তির সামনের অংশে গলার কাছে ঝোলানো ছিল সানগ্লাস ৷ অন্যদিকে, রাহুল গান্ধি পরেছিলে সাদা রঙের টিশার্ট এবং ছাই রঙা ট্রাউজার ৷ রিয়ার এই ছবি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটনাগরিকদের একটা বড় অংশ তাঁর প্রশংসা করতে শুরু করেন ৷ কংগ্রেসকে এভাবে সমর্থন করার জন্যই অভিনেত্রীর প্রশংসা করা হয় ৷ প্রসঙ্গত, এর আগে হায়দরাবাদে রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিলেন অভিনেত্রী তথা চিত্র পরিচালক পূজা ভাট ৷