দিল্লি, 14 জুন : আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন তেলাঙ্গানার প্রাক্তন সংসদ ও মন্ত্রী এতালা রাজেন্দর ৷ সূত্রের খবর, এদিন সকাল সাড়ে 11টায় দিল্লিতে গেরুয়া শিবিরে যোগ দেবন তিনি ৷
তেলাঙ্গানার শাসক দল টিআরএস-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এতালা রাজেন্দর ৷ তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন ৷ শনিবারই রাজেন্দর সাংসদ পদের পদত্যাগপত্র জমা দেন ৷ আগেই টিআরএস ছেড়ে বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন এই নেতা ৷ দলত্যাগের কথা জানানোর পর চারবারের সাংসদ এতালা রাজেন্দরের অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও একনায়কতন্ত্রের কারণেই তিনি দল ছাড়ছেন ৷