পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Eatala Rajender : আজই বিজেপিতে যোগ দিতে পারেন তেলাঙ্গানার প্রাক্তন মন্ত্রী - এতালা রাজেন্দর

শনিবারই রাজেন্দর সাংসদ পদের পদত্যাগপত্র জমা দেন ৷ আগেই টিআরএস ছেড়ে বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন এই নেতা ৷

former-telangana-minister-eatala-rajender-likely-to-join-bjp-today
former-telangana-minister-eatala-rajender-likely-to-join-bjp-today

By

Published : Jun 14, 2021, 10:55 AM IST

দিল্লি, 14 জুন : আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন তেলাঙ্গানার প্রাক্তন সংসদ ও মন্ত্রী এতালা রাজেন্দর ৷ সূত্রের খবর, এদিন সকাল সাড়ে 11টায় দিল্লিতে গেরুয়া শিবিরে যোগ দেবন তিনি ৷

তেলাঙ্গানার শাসক দল টিআরএস-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এতালা রাজেন্দর ৷ তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন ৷ শনিবারই রাজেন্দর সাংসদ পদের পদত্যাগপত্র জমা দেন ৷ আগেই টিআরএস ছেড়ে বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন এই নেতা ৷ দলত্যাগের কথা জানানোর পর চারবারের সাংসদ এতালা রাজেন্দরের অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও একনায়কতন্ত্রের কারণেই তিনি দল ছাড়ছেন ৷

আরও পড়ুন: বিজেপি শিবসেনাকে ক্রীতদাস ভাবতো, তোপ সঞ্জয় রাউতের

সূত্রের খবর, তেলাঙ্গানার পোড় খাওয়া রাজনীতিবিদ সোমবারই আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হবেন বিজেপিতে ৷ এদিন সাড়ে 11টায় দিল্লির দিনদয়াল মার্গের বিজেপির হেড কোয়ার্টারে এতালা রাজেন্দরকে বরণ করে নেবেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details