নয়াদিল্লি, 1 নভেম্বর: প্রয়াত ভারতের 'স্টিল ম্যান অফ ইন্ডিয়া' জামশেদ জে ইরানি ৷ সোমবার গভীর রাতে ঝাড়খণ্ডের জামশেদপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর ৷ তাঁর পরিবারে স্ত্রী ডেইজি ইরানি এবং তিন সন্তান- জুবিন, নিলোফার ও তানাজ় রয়েছেন ৷
চার দশকেরও বেশি সময় তিনি টাটা স্টিলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 43 বছরের দীর্ঘ সময় এই কোম্পানিতে থেকে 2011 সালের জুন মাসে তিনি টাটা স্টিলের (Tata Steel) বোর্ড থেকে অবসর নেন ৷ তাঁর সময়কালে একদিকে টাটা স্টিল যেমন আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছেছিল, তেমনই তিনিও দুনিয়ার কাছে পরিচিতি পেয়েছিলেন ৷ 2007 সালে ভারত সরকার তাঁকে পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করে টাটা স্টিল ৷
1936 সালের 2 জুন মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন জামশেদ জে ইরানি ৷ 1956-য় নাগপুরে সায়েন্স কলেজ থেকে বিএসসি পাশ করেন ৷ এরপর 1958 সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি নিয়ে স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করেন ৷ ব্রিটেনে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে (University of Sheffield) জে এন টাটা স্কলার হিসেবে পড়াশোনার সুযোগ পান ইরানি ৷ 1963 সালে সেখান থেকে মেটালার্জি নিয়ে পিএইচডি করেন ৷