নয়া দিল্লি ও কলকাতা, 2 সেপ্টেম্বর : প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সাংবাদিক চন্দন মিত্র ৷ গতকাল রাতে দিল্লিতে তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর ৷ টুইটে বাবার মৃত্যুর খবর নিশ্চিত ছেলে কুশন মিত্র ৷ টুইটে লেখেন, "বেশকয়েদিন ধরে বাবা ভুগছিলেন ৷ গতকাল রাতে তিনি মারা গিয়েছেন ৷"
তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে লেখেন, "শ্রী চন্দন মিত্রজি সবসময় তাঁর বুদ্ধি ও অন্তর্দৃষ্টির জন্য স্মরণীয় হয়ে থাকবেন ৷ সংবাদজগতের পাশাপাশি রাজনীতিতেও নিজের একটা আলাদা পরিচয় রেখেছেন ৷ তাঁর অকাল প্রয়াণে মর্মাহত ৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷"
শোকপ্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ৷ টুইটে লেখেন, " আজ সকালে আমি আমার খুব কাছের বন্ধুকে হারালাম ৷ আমরা লা মার্টিনিয়ারে একসঙ্গে পড়াশোনা করেছি ৷ সেন্ট স্টিফেনসেও একসঙ্গে গিয়েছিলাম । আমরা একসঙ্গেই সাংবাদিকতায় যোগ দিয়েছি ৷ " আরও একটি টুইটে তাঁর ও চন্দন মিত্রের স্কুলজীবনের একটি ছবি পোস্ট করেছেন ৷ লেখেন, " 1972 এ আমার ও চন্দনের স্কুল ট্রিপের একটা ছবি পোস্ট করলাম ৷ তুমি যেখানে থাক, ভাল থেকো আমরা প্রিয় বন্ধু ৷ ওম শান্তি ৷ "
বিখ্যাত সংবাদপত্রের সম্পাদক ছিলেন চন্দন মিত্র ৷ প্রথমে তিনি বিজেপিতে ছিলেন ৷ বিজেপিরই সাংসদ ছিলেন ৷ যদিও পরে, 2018 সালে তিনি তৃণমূলে যোগ দেন ৷