চণ্ডীগড়, 25 এপ্রিল: প্রয়াত হলেন ভারতীয় রাজনীতির অন্যতম চর্চিত নাম প্রকাশ সিং বাদল ৷ মঙ্গলবার 95 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রতিষ্ঠাতা এই বর্ষীয়ান নেতা ৷ শুক্রবারই তাঁকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
প্রকাশ সিং বাদলের ছেলে তথা অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল জানিয়েছেন, এদিন সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রকাশ সিং বাদলের সঙ্গে তাঁর পুরনো ছবি পোস্ট করে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন," প্রকাশ সিং বাদলজির প্রয়াণের খবরে আমি গভীর শোকাহত ৷ ভারতীয় রাজনীতিতে তিনি মহীরূহ সমান ছিলেন ৷ তাঁর অবদানের জন্য একজন চিরস্মরনীয় রাষ্ট্রনেতা হিসেবে সকলের মনে থেকে যাবেন তিনি ৷ তিনি নিরলসভাবে পঞ্জাবের উন্নয়নের চেষ্টা করে গিয়েছেন, কঠিন সময়ে তিনি এই রাজ্যকে সামলেছেন ৷" তাঁর মৃত্যুকে নিজের ব্যক্তিগত ক্ষতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷