পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Parkash Singh Badal Passes Away: প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর - প্রয়াত প্রকাশ সিং বাদল

প্রয়াত ভারতীয় রাজনীতির অন্যতম চর্চিত নাম প্রকাশ সিং বাদল ৷ মঙ্গলবার 95 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷ 4 বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন তিনি ৷

ETV Bharat
প্রকাশ সিং বাদল

By

Published : Apr 25, 2023, 9:37 PM IST

Updated : Apr 25, 2023, 10:10 PM IST

চণ্ডীগড়, 25 এপ্রিল: প্রয়াত হলেন ভারতীয় রাজনীতির অন্যতম চর্চিত নাম প্রকাশ সিং বাদল ৷ মঙ্গলবার 95 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রতিষ্ঠাতা এই বর্ষীয়ান নেতা ৷ শুক্রবারই তাঁকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রকাশ সিং বাদলের ছেলে তথা অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল জানিয়েছেন, এদিন সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রকাশ সিং বাদলের সঙ্গে তাঁর পুরনো ছবি পোস্ট করে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন," প্রকাশ সিং বাদলজির প্রয়াণের খবরে আমি গভীর শোকাহত ৷ ভারতীয় রাজনীতিতে তিনি মহীরূহ সমান ছিলেন ৷ তাঁর অবদানের জন্য একজন চিরস্মরনীয় রাষ্ট্রনেতা হিসেবে সকলের মনে থেকে যাবেন তিনি ৷ তিনি নিরলসভাবে পঞ্জাবের উন্নয়নের চেষ্টা করে গিয়েছেন, কঠিন সময়ে তিনি এই রাজ্যকে সামলেছেন ৷" তাঁর মৃত্যুকে নিজের ব্যক্তিগত ক্ষতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

4 বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ সামলেছিলেন বাদল ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আইনমন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রমুখ ৷

আরও পড়ুন: 'অমর্ত্য সেনকে নির্যাতন দেশদ্রোহিতা', বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রাক্তন ছাত্রীর

1970 সালে প্রথমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে বসেন প্রকাশ সিং বাদল ৷ সেই সময়ে তিনিই ছিলেন দেশের মধ্যে সর্ব কনিষ্ঠ মুখ্যমন্ত্রী ৷ শেষবারের মতো 2017 সালে তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়েন ৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই উদ্বেগ বাড়ছিল ৷ তাঁর ছেলেকে ফোন করে বাদলের স্বাস্থ্যের খোঁজও নেন অমিত শাহ ও রাজনাথ সিং ৷

Last Updated : Apr 25, 2023, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details