নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : বছরখানেক আগে যে জল্পনা তৈরি হয়েছিল, এবার সেটাই সত্যি হতে চলেছে ৷ বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ আগামী সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন ৷ শুক্রবার এই খবর দিয়েছেন বিজেপি নেতা প্রতিপাল সিং বালিওয়াল ৷
প্রসঙ্গত, গত বছর কংগ্রেস (Congress) ছাড়েন ক্যাপ্টেন ৷ ততদিনে তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রিত্ব যাওয়া নিয়ে গোলমালের জেরেই গান্ধি পরিবারের সঙ্গে তাঁর গোলমাল হয় ৷ সেই কারণেই তিনি কংগ্রেস ছাড়েন ৷ তার পর রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে তাঁর বৈঠক সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয় ৷