পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit-Amarinder Meet : বৈঠকের জল্পনা খারিজ করেও অমিত সাক্ষাতে অমরিন্দর - পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বুধবার সন্ধ্যায় অমিত সাক্ষাতে বিজেপিতে তাঁর যোগদানের সম্ভাবনার সম্ভাবনা আরও উস্কে দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পর ক্যাপ্টেনের প্রথম দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে ৷ তবে বৈঠকে শেষে পঞ্জাবের কৃষক আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান ক্যাপ্টেন ৷

Amit-Amarinder Meet
বৈঠকের জল্পনা খারিজ করে অমিত সাক্ষাতে অমরিন্দর

By

Published : Sep 29, 2021, 7:05 PM IST

Updated : Sep 29, 2021, 9:32 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর : চব্বিশ ঘণ্টার মধ্যে ডিগবাজি খেলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ গতকাল বিকেলে বর্ষীয়ান কংগ্রেস নেতা জানিয়েছিলেন, তাঁর দিল্লি আসার উদ্দেশ্য কোনও রাজনৈতিক কাজে নয় ৷ কিন্তু বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসবভনে বৈঠক করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ দু'জনের মধ্যে 50 মিনিট কথা হয় ৷ তবে বৈঠক শেষে টুইটারে ক্যাপ্টেন জানান, পঞ্জাবের কৃষক আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ৷ শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷

কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ ইস্তফার পর বিকল্প পথের সন্ধানের কথা জানিয়েছিলেন তিনি ৷ তাই মঙ্গলবার কংগ্রেস ক্যাপ্টেনের দিল্লি যাত্রার পিছনে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বর্ষীয়ান এই কংগ্রেস নেতার ৷ দিল্লিতে অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকের কথাও শোনা গিয়েছিল ৷ কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল্লি বিমানবন্দরে নেমেই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "আমি কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিল্লিতে আসেনি ৷ দিল্লিতে আমার সরকারি বাসভবন খালি করতে এসেছি ৷"

আরও পড়ুন :দলকে আত্মদর্শনের পরামর্শ কপিলের, বৈঠকের আর্জি জানিয়ে সোনিয়াকে চিঠি আজাদের

তাঁকে 'অপমান' করা হয়েছে, এই অভিযোগে 18 সেপ্টেম্বর ক্যাপ্টেন অমরন্দির সিং পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নবজ্যোৎ সিং সিধুকে মেনে নিতে পারেননি অমরিন্দর ৷ ক্যাপ্টেনের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল মঙ্গলবার টুইটে জানিয়েছিলেন, "অমরিন্দর সিংয়ের দিল্লি যাওয়া নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে ৷ তিনি ব্যক্তিগত প্রয়োজনে সেখানে গিয়েছেন ৷ তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করবেন আর কাপুরথালায় নতুন মুখ্যমন্ত্রীর জন্য বাড়িটি খালি করবেন ৷ অযথা জল্পনার কোনও দরকার নেই ৷" কিন্তু তা সত্ত্বেও বর্ষীয়ান এই কংগ্রেস নেতার বিজেপিতে যোগদানের জল্পনা থামেনি ৷

Last Updated : Sep 29, 2021, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details