নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর : চব্বিশ ঘণ্টার মধ্যে ডিগবাজি খেলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ গতকাল বিকেলে বর্ষীয়ান কংগ্রেস নেতা জানিয়েছিলেন, তাঁর দিল্লি আসার উদ্দেশ্য কোনও রাজনৈতিক কাজে নয় ৷ কিন্তু বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসবভনে বৈঠক করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ দু'জনের মধ্যে 50 মিনিট কথা হয় ৷ তবে বৈঠক শেষে টুইটারে ক্যাপ্টেন জানান, পঞ্জাবের কৃষক আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ৷ শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷
কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ ইস্তফার পর বিকল্প পথের সন্ধানের কথা জানিয়েছিলেন তিনি ৷ তাই মঙ্গলবার কংগ্রেস ক্যাপ্টেনের দিল্লি যাত্রার পিছনে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বর্ষীয়ান এই কংগ্রেস নেতার ৷ দিল্লিতে অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকের কথাও শোনা গিয়েছিল ৷ কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল্লি বিমানবন্দরে নেমেই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "আমি কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিল্লিতে আসেনি ৷ দিল্লিতে আমার সরকারি বাসভবন খালি করতে এসেছি ৷"