পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amarinder Singh tests Covid positive : করোনা আক্রান্ত অমরিন্দর সিং - করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং

করোনা সংক্রামিত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh tests Covid positive) ৷

Amarinder Singh tests Covid positive
কোভিড আক্রান্ত অমরিন্দর সিং

By

Published : Jan 12, 2022, 12:48 PM IST

Updated : Jan 12, 2022, 1:24 PM IST

পঞ্জাব, 12 জানুয়ারি : করোনায় আক্রান্ত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ আর এক মাস বাকি পঞ্জাব নির্বাচনের (Former Punjab Chief Minister Amarinder Singh tests positive for Covid) ৷ প্রচার শুরু করেছিলেন তিনি ৷

করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ টুইটারে তিনি লিখেছেন, "আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷ সামান্য কিছু লক্ষণ রয়েছে ৷ আমি নিজেকে আইসোলেট করে রেখেছি ৷" তাঁর সংস্পর্শে আসা মানুষদের নিয়েও তিনি দুশ্চিন্তা প্রকাশ করে জানান, "যাঁরা আমার কাছাকাছি এসেছেন, তাঁদের সকলকে পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানাই ৷"

আরও পড়ুন : Punjab New Political Party : ভোটের মুখে পঞ্জাবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

পঞ্জাবে 117টি আসনে 14 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন ৷ গত বছর নভেম্বর মাসে প্রবীণ নেতা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে নিজের 'পঞ্জাব লোক কংগ্রেস' (Punjab Lok Congress) নামের একটি দল গঠন করেন ৷ আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁর দল বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে, এমনই জানিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

নির্বাচনের আর মাত্র এক মাস বাকি ৷ তার আগে কোভিড আক্রান্ত হলেন ক্যাপ্টেন ৷

Last Updated : Jan 12, 2022, 1:24 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details