পঞ্জাব, 12 জানুয়ারি : করোনায় আক্রান্ত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ আর এক মাস বাকি পঞ্জাব নির্বাচনের (Former Punjab Chief Minister Amarinder Singh tests positive for Covid) ৷ প্রচার শুরু করেছিলেন তিনি ৷
করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ টুইটারে তিনি লিখেছেন, "আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷ সামান্য কিছু লক্ষণ রয়েছে ৷ আমি নিজেকে আইসোলেট করে রেখেছি ৷" তাঁর সংস্পর্শে আসা মানুষদের নিয়েও তিনি দুশ্চিন্তা প্রকাশ করে জানান, "যাঁরা আমার কাছাকাছি এসেছেন, তাঁদের সকলকে পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানাই ৷"