পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনায় আক্রান্ত মনমোহন সিং

করোনায় আক্রান্ত মনমোহন সিং
করোনায় আক্রান্ত মনমোহন সিং

By

Published : Apr 19, 2021, 6:34 PM IST

Updated : Apr 19, 2021, 10:54 PM IST

22:49 April 19

করোনায় আক্রান্ত মনমোহন সিং ৷ তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

নয়াদিল্লি,. 19 এপ্রিল : করোনায় আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ 88 বছরের বর্ষীয়ান মনমোহন সিংকে দিল্লির এইমস হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে ৷  

হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন, গতকাল গভীর রাত থেকেই করোনার বেশ কিছু উপসর্গ মনমোহন সিংয়ের শরীরে দেখা দিতে শুরু করে ৷ এরপর আজ তাঁকে দিল্লির এমনইসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে ৷

দেশের ভয়াবহ কোভিড পরিস্থিতি নিয়ে দীর্ঘ নীরবতার পর অবশেষে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মনমোহন সিং ৷ চিঠিতে তিনি লিখেছিলেন, ফ্রন্টলাইন ওয়ার্কার-এর সংজ্ঞা নির্ধারণের দায়িত্ব ছাড়া হোক রাজ্যের উপর ৷ আর ভ্যাকসিন দেওয়া হোক 45 বছরের কম বয়সী হলেও ৷ রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি যেন স্বচ্ছ ফরমুলায় হয় সেই আবেদনও করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷  

এরপর তাঁর চিঠির পাল্টা চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, "ডক্টর মনমোহন সিংজি, আপনার এই গঠনমূলক সহযোগিতা আর বহুমূল্য পরামর্শ যদি ভারতের জাতীয় কংগ্রেসের নেতারা মেনে চলতেন সেই সব বিশেষ সময়ে, তাহলে ইতিহাস আপনার প্রতি সদয় হত ৷"

প্রাক্তন প্রধানমন্ত্রীর চিঠি আর পাল্টা চিঠি নিয়ে চাপানউতোর শুরু হয়েছে দিল্লির রাজনীতিতে ৷ আর এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷

22:46 April 19

মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

19:08 April 19

বর্ষীয়ান কংগ্রেস নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাহুল গান্ধি ৷ লিখেছেন, " এই কঠিন সময়ে মনমোহন সিংয়ের পরামর্শ ও উপদেশ ভারতের জন্য অত্যন্ত দরকার ৷"

18:32 April 19

প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্র তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷  

Last Updated : Apr 19, 2021, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details