বেঙ্গালুরু, 31 মার্চ : করোনা আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ৷ তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত ৷ আজ সকালে তিনি এবিষয়ে একটি টুইট করেন ৷
ওই টুইটে দেবগৌড়া নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি লিখেছেন ৷ তিনি লিখেছেন, "আমার স্ত্রী চেন্নাম্মা এবং আমি করোনা পজিটিভ ৷ আমরা বর্তমানে সেল্ফ আইসোলেশনে আছি ৷ পরিবারের অন্য় সদস্য়রাও আইসোলেশনে আছেন ৷ আমি অনুরোধ করছি, যারা আমার সঙ্গে এসেছেন তাঁরা নিজেদের করোনা টেস্ট করিয়ে নিন ৷ আমি আমার সহকর্মীদের আতঙ্কগ্রস্ত হতে নিষেধ করছি ৷ "