নয়াদিল্লি, 30 অগস্ট: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন ৷ সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি, জানিয়েছেন তাঁর ভাই ডাঃ প্রণব সেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 ৷ তিনি বলেন, "রাত 11টা নাগাদ দাদার হার্ট অ্যাটাক হয় ৷ আমরা তাঁকে নিয়ে হাসপাতালে ছুটে যাই ৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছে ৷"
অভিজিৎ সেন প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য ছিলেন ৷ দেশের গ্রামীণ অর্থনীতি নিয়ে তাঁর গবেষণা উল্লেখযোগ্য ৷ এ বিষয়ে তিনি প্রথম সারির বিশেষজ্ঞ ৷ চার দশকেরও বেশি সময়জুড়ে তিনি অর্থনীতির সঙ্গে জড়িত (Former Planning Commission member Economist Abhijit Sen passes away) ৷