পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Trinamool Congress: তৃণমূলে যোগ দিলেন এনসিপি-র প্রাক্তন সাংসদ মাজিদ মেমন - তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে

বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন এনসিপি (NCP) সাংসদ মাজিদ মেমন (Majeed Memon) বুধবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ৷ নয়াদিল্লিতে তাঁকে তৃণমূলে স্বাগত জানান ডেরেক ও'ব্রায়েন এবং সৌগত রায় ৷

former-ncp-mp-majeed-memon-joins-trinamool-congress
Trinamool Congress: তৃণমূলে যোগ দিলেন এনসিপি-র প্রাক্তন সাংসদ মাজিদ মেমন

By

Published : Dec 14, 2022, 3:50 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন এনসিপি (NCP) সাংসদ মাজিদ মেমন (Majeed Memon) । বুধবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek OBrien) এবং লোকসভার সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন তিনি ।

দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই যোগদান পর্ব সম্পন্ন হয় । দিল্লিতে যোগদান পর্বের পর সৌগত রায় জানিয়েছেন, বিশিষ্ট ফৌজদারি আইনজীবী, এনসিপির সদস্য হিসাবে 6 বছর রাজ্যসভার (Rajya Sabha) সাংসদের দায়িত্ব পালন করেছেন । সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিশেষ দায়িত্ব সামলেছেন । তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আইনগত লড়াইয়ে তৃণমূল আরও শক্তিশালী হল ।

তিনি আরও জানান, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhle) জামিনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল এই বিশিষ্ট আইনজীবী তথা রাজনীতিকের । আগামিদিনে গোটা দেশে মানুষকে বিচার দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকায় দেখা যেতে পারে এই বিশিষ্ট রাজনীতিবিদকে ৷

কে এই মাজিদ মেমন ?

তিনি প্রখ্যাত আইনজীবী জুলফিকার মেমনের সুযোগ্য উত্তরসূরি তথা পুত্র । মুম্বই বিস্ফোরণ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে । তিনি দেশে নামজাদা আইনজীবীদের মধ্যে অন্যতম । এখানেই শেষ নয়, 2014 থেকে 2020 সাল পর্যন্ত এনসিপির টিকিটে রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালন করেছেন তিনি ।

তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই বিশিষ্ট আইনজীবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব জানিয়েছেন, দেশ এবং সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে যুক্ত হলেন তিনি । একই সঙ্গে এ দিন তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেছেন ।

তাঁর কথায়, ‘‘যেভাবে বিজেপির মানি পাওয়ার, মাসল পাওয়ারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, তাতে আমি অনুপ্রাণিত । আমার বিশ্বাস এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নন, গোটা দেশে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে । তিনি দেশের সংবিধান রক্ষায় দেশের মানুষের কল্যাণে যেভাবে উদ্যোগী হয়েছেন সেই উদ্যোগে আমি সংযুক্ত হতে চাই ৷ তাই এই যোগদান ।’’

আরও পড়ুন:মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরা কংগ্রেসের প্রাক্তন সভাপতি

ABOUT THE AUTHOR

...view details