পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sushmita Dev Resigns : কংগ্রেস ছেড়ে তৃণমূলের পথে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ? - সুস্মিতা দেব

সুস্মিতা দেবের দল ছাড়ার বিষয়টি জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা কপিল সিবাল । তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে ।

সুস্মিতা দেব
সুস্মিতা দেব

By

Published : Aug 16, 2021, 10:40 AM IST

Updated : Aug 16, 2021, 12:58 PM IST

নয়া দিল্লি, 16 অগস্ট : দলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব । কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রী সনিয়া গান্ধিকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানান তিনি । এদিকে, কংগ্রেস ছাড়ার পর থেকেই তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে । ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করছেন । বৈঠকে রয়েছেন ডেরেক ওব্রায়েন ।

সনিয়া গান্ধিকে লেখা চিঠিতে সুস্মিতা বলেন, " জাতীয় কংগ্রেসের সঙ্গে আমার তিন দশকের সম্পর্ক । আমার এই পুরো সময়ে যারা আমার সঙ্গে ছিলেন, দলের সব নেতা, সদস্য ও কর্মীদের ধন্যবাদ । " তাঁকে সব সুযোগ দেওয়ার জন্য ও পথ প্রদর্শনের জন্য সোনিয়া গান্ধিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

পদত্যাগ করার পরই তাঁর টুইটারের বায়োও পরিবর্তন হয়ে যায় । সবকিছুতেই প্রাক্তন তকমা জুড়ে গিয়েছে যেমন লোকসভার প্রাক্তন সাংসদ, জাতীয় কংগ্রেসের প্রাক্তন সদস্য, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ।

অসম শিলচরের কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের দল ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া দেন কংগ্রেস নেতা কপিল সিবাল । টুইটে লেখেন, " আমাদের দলের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব । যখন তরুণ নেতারা চলে যায়, তখন আমরা পুরানোরা নিজেদের প্রচেষ্টাকে দোষ দিই । চোখ বন্ধ করে দল এগিয়ে যাচ্ছে । "

এদিকে, রণগীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন যে সুস্মিতা দেবের কাছ থেকে কোনও চিঠি পাননি সনিয়া গান্ধি । তিনি আরও বলেন, আমি সুস্মিতা দেবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি । কিন্তু তাঁকে ফোনে পাচ্ছি না । ফোন বন্ধ রয়েছে । তিনি নিজের সিদ্ধান্ত নিতেই পারেন । আমি এই বিষয়ে কিছু বলতে পারব না । আমি তাঁর সঙ্গে কথা বলার পরই এই বিষয়ে বলতে পারব ।

2014 সালে শিলচর থেকে সাংসদ হন সুস্মিতা দেব । তাঁর দল ছাড়ার পর থেকেই জল্পনা চলছে , তৃণমূলে যোগ দিতে পারেন সুস্মিতা দেব । এদিকে, দল ছাড়ার পর আজ বেলার দিকে কলকাতায় আসেন । এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক চলছে তাঁর । বৈঠকে রয়েছেন ডেরেক । এই বৈঠক তাঁর তৃণমূল যোগের জল্পনাকে আরও বাড়িয়ে দিচ্ছে ।

Last Updated : Aug 16, 2021, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details