পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anand Mohan Released from Jail: জেল বিধি সংশোধনের বিতর্কের মধ্যেই মুক্তি পেলেন আনন্দ মোহন সিং - মাফিয়া আনন্দ মোহন সিং

বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের সরকারের তরফে বিতর্কিত জেল বিধি সংশোধনের পরে প্রাক্তন সাংসদ আনন্দ মোহন সিংকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে ।

Anand Mohan Released from Jail
Anand Mohan Released from Jail

By

Published : Apr 27, 2023, 4:00 PM IST

সহর্সা (বিহার), 27 এপ্রিল: জেল থেকে ছাড়া পেলেন মাফিয়া আনন্দ মোহন সিং ৷ বৃহস্পতিবার সহর্সা মণ্ডল জেল থেকে তাঁকে দুপুর 2টো নাগাদ ছেড়ে দেওয়া হয় ৷ নির্ধারিত সময়ের আগেই তাঁকে ছাড়া হয়েছে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার অমিত কুমার ৷ এর আগে আনন্দ মোহনকে 15 দিনের জন্য প্য়ারোলে মুক্তি দেওয়া হয়েছিল ৷ তাঁর ছেলের বিয়ের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয় ৷ বুধবার তিনি জেলে ফেরেন ৷ তার পর আবার তাঁকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হল ৷

বিহারের নীতীশ কুমারের সরকার সম্প্রতি বিহার প্রিজন ম্যানুয়াল 2012-এর বিধিতে বদল করে ৷ এর ফলে 27 জন বন্দিকে মুক্ত দেওয়া হচ্ছে ৷ সেই তালিকায় রয়েছে আনন্দ মোহনের নাম ৷ নয়াবিধিতে কর্তব্যরত সরকারি কর্মচারীকে হত্যার বিষয়টি বাদ দেওয়া হয়েছে ৷ আগের বিধিতে সরকারি কর্মী হত্যায় দোষীদের মুক্তি দেওয়া হত না ৷ আনন্দ মোহন সরকারি কর্মচারীকে হত্য়ার দায়ে দোষী সাব্যস্ত ৷ তাই নয়াবিধিতে তাঁকে মুক্তি দেওয়া হয় ৷

প্রসঙ্গত, বিহারের মুজাফফরপুরে 1994 সালের 5 ডিসেম্বর তৎকালীন গোপালগঞ্জের জেলাশাসক এম জি কৃষ্ণাইয়াকে হত্য করা হয় ৷ ওই ঘটনার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর মাফিয়া নেতা আনন্দ মোহনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় । নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল । 2008 সালে পটনা হাইকোর্ট সেই রায় খারিজ করে তাঁকে যাবজ্জীবন সাজা দেয় ৷ 2012 সালে সুপ্রিম কোর্টও পটনা হাইকোর্টের রায় বহাল রাখে ।

আনন্দ মোহন ইতিমধ্যেই জেলাশাসক হত্যা মামলায় 14 বছরের সাজা ভোগ করেছেন । তার পরও তাঁর মুক্তি নিয়ে বিহারে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে ৷ দলিত সংগঠন-সহ একাধিক রাজনৈতিক দল এই নিয়ে নীতীশ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে ৷ নিহত জেলাশাসকের পরিবারও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি নেত্রী মায়াবতীও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ৷

নিহত জেলাশাসকের মেয়ে পদ্মা বলেছেন, ‘‘এটা আমাদের জন্য হতাশাজনক যে আনন্দ মোহন সিং আজ জেল থেকে মুক্তি পেয়েছেন । সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত । আমি নীতীশ কুমারজিকে এই সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার জন্য অনুরোধ করছি । এটা শুধু একটি পরিবারের জন্য নয়, সমগ্র জাতির প্রতি অন্যায় । আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব ।’’

আরও পড়ুন:29 বছর পর গ্রেফতার হায়দরাবাদের 2 বিচারাধীন পলাতক বন্দি

ABOUT THE AUTHOR

...view details