সহর্সা (বিহার), 27 এপ্রিল: জেল থেকে ছাড়া পেলেন মাফিয়া আনন্দ মোহন সিং ৷ বৃহস্পতিবার সহর্সা মণ্ডল জেল থেকে তাঁকে দুপুর 2টো নাগাদ ছেড়ে দেওয়া হয় ৷ নির্ধারিত সময়ের আগেই তাঁকে ছাড়া হয়েছে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার অমিত কুমার ৷ এর আগে আনন্দ মোহনকে 15 দিনের জন্য প্য়ারোলে মুক্তি দেওয়া হয়েছিল ৷ তাঁর ছেলের বিয়ের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয় ৷ বুধবার তিনি জেলে ফেরেন ৷ তার পর আবার তাঁকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হল ৷
বিহারের নীতীশ কুমারের সরকার সম্প্রতি বিহার প্রিজন ম্যানুয়াল 2012-এর বিধিতে বদল করে ৷ এর ফলে 27 জন বন্দিকে মুক্ত দেওয়া হচ্ছে ৷ সেই তালিকায় রয়েছে আনন্দ মোহনের নাম ৷ নয়াবিধিতে কর্তব্যরত সরকারি কর্মচারীকে হত্যার বিষয়টি বাদ দেওয়া হয়েছে ৷ আগের বিধিতে সরকারি কর্মী হত্যায় দোষীদের মুক্তি দেওয়া হত না ৷ আনন্দ মোহন সরকারি কর্মচারীকে হত্য়ার দায়ে দোষী সাব্যস্ত ৷ তাই নয়াবিধিতে তাঁকে মুক্তি দেওয়া হয় ৷
প্রসঙ্গত, বিহারের মুজাফফরপুরে 1994 সালের 5 ডিসেম্বর তৎকালীন গোপালগঞ্জের জেলাশাসক এম জি কৃষ্ণাইয়াকে হত্য করা হয় ৷ ওই ঘটনার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর মাফিয়া নেতা আনন্দ মোহনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় । নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল । 2008 সালে পটনা হাইকোর্ট সেই রায় খারিজ করে তাঁকে যাবজ্জীবন সাজা দেয় ৷ 2012 সালে সুপ্রিম কোর্টও পটনা হাইকোর্টের রায় বহাল রাখে ।