পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Former MLA passed 12th exam: 55 বছরে পাপ্পু পাশ, মিষ্টি বিতরণ প্রাক্তন বিজেপি এমএলএ-র

রাজনীতিতে তুখোড় হলেও পিছিয়ে ছিলেন শিক্ষার দৌড়ে ৷ এবার ঘুচল সেই বদনাম ৷ 55 বছর বয়সে বোর্ডের পরীক্ষায় পাশ করলেন বিজেপির প্রাক্তন এমএলএ ৷

By

Published : Apr 25, 2023, 11:09 PM IST

Former MLA passed Class 12th exam
55 বছরে বোর্ডের পরীক্ষায় পাশ প্রাক্তন বিজেপি এমএলএ-র

বরেলি (উত্তরপ্রদেশ), 25 এপ্রিল: এ যেন পুরো ছবির চিত্রনাট্য ! 2022 সালে মুক্তিপ্রাপ্ত দসভী ছবির কথা মনে রয়েছে ? সেখানেও মুখ্যমন্ত্রী চরিত্রে লেখাপড়া না জানা অভিষেক, জেলে বসে পাশ করেছিলেন দশম শ্রেণীর পরীক্ষা ৷ এখানে স্ক্রিপ্টে একটু অদল-বদল রয়েছে ৷ 55 বছর বয়সে 12 ক্লাসের পরীক্ষা পাশ করেছেন প্রাক্তন বিজেপি এমএলএ রাজেশ কুমার মিশ্রা ওরফে পাপ্পু ভারতুল ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশ বোর্ড হাই স্কুল ও ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৷ সেখানেই দশম ও দ্বাদশ শ্রেণীর পাশের তালিকা প্রকাশিত করা হয়েছে ৷

তুষার জলোটা পরিচালিত এই ছবিতে দেখানো হয়েছিল, পড়াশোনা না-জানা মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরী ওরফে অভিষেক বচ্চন কীভাবে দশম শ্রেণী পাশ করেছিলেন ৷ একজন জননেতা হতে গেলে সমাজের স্বার্থে এবং নিজের জন্যও শিক্ষা থাকাটা কতটা জরুরি, তা বোঝানো হয়েছিল ছবির মাধ্যমে ৷ সেই ছবিই যেন আরও একবার অন্যরকম ভাবে ধরা দিয়েছে উত্তরপ্রদেশে ৷ বরেলির চেইনপুরের বিথরির প্রাক্তন বিজেপি এমএলএ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়ে পাশ করেছেন ৷ পাশাপাশি সমাজবিদ্যায় পেয়েছেন ডিস্টিংশন ৷

আরও পড়ুন: অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে মাধ্যমিক পাস ঊনষাটের হোমগার্ডের

বছর পঞ্চান্নর এই রাজনীতিবিদ পাশ হওয়ার খুশিতে মিষ্টি বিতরণ করেছেন ৷ তিনি জানিয়েছেন, তিনটি বিষয়ের খাতা পুনরায় দেখার জন্য পাঠিয়েছেন তিনি ৷ যদি কোথাও ভুল থাকে বা নম্বর কম হয়ে থাকে, তাহলে তা ঠিক করা যাবে ৷ তিনি বলেন, "আমি প্রতিদিন মধ্যরাতে 2 ঘন্টা পড়াশোনা করতাম ৷ তারপর আবার ভোরবেলা উঠে পড়তে বসতাম ৷ সেই কারণেই আজকে আমি বোর্ডের পরীক্ষায় পাশ করতে পেরেছি ৷" তিনি আরও বলেছেন, এরপর আইন নিয়ে পড়াশোনা করতে চান তিনি ৷ এলএলবি পাশ করে গরীবদের জন্য ভালো আইনজীবী হতে চান ৷

উল্লেখ্য, সরস্বতী বিদ্যা মন্দির ইন্টার কলেজের ছাত্র শুভ চোপড়া ইউপি বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ৷ 500-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বরের পরিমান 489 ৷ অন্যদিকে, সীতাপুরের বাসিন্দা প্রিয়াংসী সোনি দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ৷ তার প্রাপ্তনম্বর 600-র মধ্যে 590 ৷ প্রায় 58 লাখ 85 হাজার 745 জন পরীক্ষার্থী ছিলেন এই বছর ৷ যার মধ্যে 31 লাখ 16 হাজার 487 জন ছিলেন দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী ৷ দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী ছিলেন 27 লাখ 69 হাজার 258 জন ৷

ABOUT THE AUTHOR

...view details