পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর 3 দিনের মাথায় করোনা কাড়ল স্ত্রীর প্রাণ - শান্তি পাহাড়িয়ার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন শান্তি দেবী ৷

rj
rj

By

Published : May 23, 2021, 1:10 PM IST

জয়পুর, 23 মে : 20 মে করোনায় প্রয়াত হয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া ৷ এবার চলে গেলেন তাঁর স্ত্রী শান্তি পাহাড়িয়া ৷ স্বামীর মৃত্য়ুর দিন তিনেকের মধ্য়ে অজানালোকে পাড়ি দিলেন রাজস্থানের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস বিধায়ক শান্তি পাহাড়িয়া ৷ আজ দুপুরে গুরুগ্রামের সেক্টর 32-এ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ শান্তি পাহাড়িয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র, মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ৷

করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন শান্তি দেবী ৷ আজ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ শান্তি পাহাড়িয়া দু'বারের কংগ্রেস বিধায়ক এবং একবার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন ৷ ভরতপুরের বের কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি ৷

আরও পড়ুন : বিহারে ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষণা

টুইটারে মুখ্যমন্ত্রী অশোক গেহলত শোকপ্রকাশ করেছেন ৷ দলের জন্য এবং জনপ্রতিনিধি হিসেবে শান্তি পাহাড়িয়ার কাজ তুলে ধরেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details