পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kamal Nath : জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি কমল নাথ

এর আগে গত জুন মাসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তখন তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল ৷ এবার জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হলেন ৷

former-madhya-pradesh-chief-minister-kamal-nath-admitted-to-medanta-hospital-in-gurugram
Kamal Nath : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেসের কমল নাথ

By

Published : Sep 4, 2021, 1:12 PM IST

Updated : Sep 4, 2021, 3:46 PM IST

গুরুগ্রাম, 4 সেপ্টেম্বর : অসুস্থ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা কমল নাথ (Kamal Nath) ৷ তাঁকে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ জানা গিয়েছে, তীব্র জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে ৷

আরও পড়ুন :PM Narendra Modi : চলতি মাসেই মার্কিন সফরে যেতে পারেন মোদি

এর আগে গত জুন মাসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তখন তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল ৷ তখনও গুরুগ্রামের একই হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন ৷ তার পর আবার তিনি অসুস্থ হয়ে পড়ায়, তাঁকে ভর্তি করতে হল হাসপাতালে ৷

প্রসঙ্গত, কমল নাথ বেশ পরিচিত রাজনৈতিক মুখ ৷ তিনি কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ৷ আবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ফলে হেভিওয়েট এই নেতার অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় ৷ তাই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুগামীরা ৷ তাঁরা বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করছেন কমল নাথের শারীরিক পরিস্থিতি কেমন আছে ৷

আরও পড়ুন :Adhir to Amit : লালকুপ থেকে কাকমারি পর্যন্ত রাস্তা তৈরির আর্জি জানিয়ে শাহকে চিঠি অধীরের

এদিকে গুরুগ্রামের যে হাসপাতালে এই কংগ্রেস নেতা ভর্তি হয়েছেন, তারা এখনও কমল নাথের শারীরিক অবস্থা নিয়ে কিছু জানায়নি ৷ এই বিষয়ে কংগ্রেসের তরফেও কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত ৷ তবে তিনি জ্বর নিয়ে ভর্তি হওয়ায়, তাঁর করোনা হয়েছে বলে অনেকে আশঙ্কা করছেন ৷ সত্যিই কি তাই ! উত্তর অধরা ৷

আরও পড়ুন :Independence Special : জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড পোক্ত করেছিল বিপ্লবের ভিত

Last Updated : Sep 4, 2021, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details