নয়াদিল্লি, 4 মে:প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন মালহোত্রা ৷ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷
1927 সালের 25 সেপ্টেম্বর জন্ম জগমোহন মালহোত্রার ৷ প্রাক্তন আমলা জগমোহন তাঁর কেরিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল দিল্লি ও গোয়ার লেফটেন্যান্ট গভর্নরের পদ ৷ লোকসভাতেও নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ সামলেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন ও পর্যটন মন্ত্রকের দায়িত্ব ৷
তবে কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন তাঁকে অনের বেশি সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে ৷ তিনি দু বার কাশ্মীরের রাজ্যপাল হন ৷ 1984 সাল থেকে 1989 সাল এবং 1990 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনি ভূস্বর্গের রাজ্যপাল ছিলেন ৷