নয়াদিল্লি, 21 জানুয়ারি : প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং করোনায় আক্রান্ত ৷ শুক্রবার থেকে তিনি বাড়িতে কোয়ারান্টিনে রয়েছেন এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন (Former Indian spinner Harbhajan Singh has tested Covid positive) ৷
টুইট করে নিজেই কোভিড-19-এ সংক্রামিত হওয়ার কথা জানিয়েছেন হরভজন ৷ তিনি লিখেছেন, "আমার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ৷ সামান্য কিছু লক্ষণ রয়েছে ৷ আমি বাড়িতে কোয়ারান্টিনে আছি এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি ৷ যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করে নিন ৷ আপনারা সবাই সাবধানে থাকুন ৷ নিজেদের খেয়াল রাখুন ৷"