চণ্ডীগড়, 5 সেপ্টেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী দশম শ্রেণির পরীক্ষা দিলেন 86 বছর বয়সে ! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ বছর 18 অগস্ট ওম প্রকাশ চৌটালা (Om Prakash Chautala) বোর্ড অফ স্কুল এডুকেশন হরিয়ানার (BSEH) 10ম শ্রেণির ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়েছেন ৷ তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Haryana Chief Minister) ৷ হরিয়ানা স্কুল এডুকেশন বোর্ডের (Haryana School Education Board) সভাপতি ড. জগবীর সিং (Dr Jagbir Singh) জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই পরীক্ষায় 100-র মধ্যে 88 পেয়েছেন ৷ 86 বছর বয়সে 10ম শ্রেণির পরীক্ষা দিয়ে চৌটালা সবচেয়ে বেশি বয়সে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রেকর্ড গড়লেন ৷
তবে একটি আবেদনপত্র জমা দিতে হবে ওম প্রকাশকে, তারপর তাঁর এই ফলাফল ঘোষণা করা যাবে ৷ ড. জগবীর সিং জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফলাফলের বিষয়ে জানাতে ফোন করলে তাঁর সহকারী (PA) ফোন তোলেন ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সে সময় পাঁচকুলায় (Panchkula) একটি কর্মীসভায় ভাষণ দিচ্ছিলেন ৷
আরও পড়ুন : Sikhsaratna : আদর্শ স্কুল গড়ে বর্ধমানের সুবীরকুমার দে এবার শিক্ষারত্ন