পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Keshari Nath Tripathi: অসুস্থ বঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, আইসিইউ-তে ভর্তি - Uttar Pradesh Assembly

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর (Keshari Nath Tripathi) শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। তিনি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের আকুরা ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শ্বাসকষ্ট হচ্ছে বলে জানা গিয়েছে।

Keshari Nath Tripathi
কেশরীনাথ ত্রিপাঠি

By

Published : Dec 31, 2022, 4:28 PM IST

Updated : Dec 31, 2022, 5:12 PM IST

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 31 ডিসেম্বর: পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ পণ্ডিত কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন । তাঁর শ্বাসকষ্ট হচ্ছে বলে জানা গিয়েছে ৷ সেই কারণে তাঁকে প্রয়াগরাজের পাবলিক সার্ভিস কমিশন স্কোয়ারে অবস্থিত আকুরা ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসার জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছে । একই সঙ্গে শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা এখন স্থিতিশীল ।

প্রসঙ্গত, শুক্রবার সকালে হঠাৎ করেই প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর স্বাস্থ্যের অবনতি হয় । শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর । এর পরে তাড়াহুড়ো করে তাঁর ছেলে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নীরজ ত্রিপাঠি বাড়িতে ডাক্তারদের ডেকে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান । কিন্তু অবস্থার উন্নতি না হলে বিকেলে তাঁকে আকুরা ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত দুর্বলতার কারণে এই সমস্যা হয়েছে । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল । পরিবারের সদস্যরা জানান, গত 8 ডিসেম্বর তিনি বাথরুমে পড়ে যান । এতে তাঁর ডান হাত ভেঙে যায় । এই কারণে তাঁর খাওয়া-দাওয়ায় খুব অসুবিধা হচ্ছিল । যার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন ।

এর আগে প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন । দীর্ঘদিন পিজিআই-তে চিকিৎসা চলছিল । সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসার পর তিনি নিয়মিত সামাজিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন । তার পর আবার অসুস্থ হয়ে পড়লেন ৷ এদিকে বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্যপাল হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া মাত্রই বিজেপির বিভিন্ন সংগঠনের লোকজন সেখানে এসে হাজির হন ৷ প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন ।

প্রসঙ্গত, তিনি পশ্চিমবঙ্গের 20তম রাজ্যপাল (Governor of West Bengal) ছিলেন ৷ 2014 সালের 24 জুলাই তিনি দায়িত্ব নেন ৷ 2019 সালের 29 জুলাই পর্যন্ত ওই পদে ছিলেন ৷ এই সময়কালের মধ্যেই তিনি দু’দফায় কয়েক মাসের জন্য বিহারের (Bihar) রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই তিনি মিজোরাম ও মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয় তাঁকে ৷

এছাড়া তিনি দু’দফায় উত্তরপ্রদেশ বিধানসভার (Uttar Pradesh Assembly) অধ্যক্ষের দায়িত্বে ছিলেন ৷ প্রথম দফায় তিনি 1991 সাল থেকে 1993 সাল পর্যন্ত স্পিকার ছিলেন ৷ এর পর 1997 সাল থেকে 2004 সাল পর্যন্ত স্পিকার ছিলেন তিনি ৷

আরও পড়ুন:5 জানুয়ারি ত্রিপুরায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ

Last Updated : Dec 31, 2022, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details