প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 31 ডিসেম্বর: পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ পণ্ডিত কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন । তাঁর শ্বাসকষ্ট হচ্ছে বলে জানা গিয়েছে ৷ সেই কারণে তাঁকে প্রয়াগরাজের পাবলিক সার্ভিস কমিশন স্কোয়ারে অবস্থিত আকুরা ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসার জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছে । একই সঙ্গে শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা এখন স্থিতিশীল ।
প্রসঙ্গত, শুক্রবার সকালে হঠাৎ করেই প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর স্বাস্থ্যের অবনতি হয় । শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর । এর পরে তাড়াহুড়ো করে তাঁর ছেলে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নীরজ ত্রিপাঠি বাড়িতে ডাক্তারদের ডেকে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান । কিন্তু অবস্থার উন্নতি না হলে বিকেলে তাঁকে আকুরা ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত দুর্বলতার কারণে এই সমস্যা হয়েছে । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল । পরিবারের সদস্যরা জানান, গত 8 ডিসেম্বর তিনি বাথরুমে পড়ে যান । এতে তাঁর ডান হাত ভেঙে যায় । এই কারণে তাঁর খাওয়া-দাওয়ায় খুব অসুবিধা হচ্ছিল । যার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন ।
এর আগে প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন । দীর্ঘদিন পিজিআই-তে চিকিৎসা চলছিল । সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসার পর তিনি নিয়মিত সামাজিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন । তার পর আবার অসুস্থ হয়ে পড়লেন ৷ এদিকে বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্যপাল হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া মাত্রই বিজেপির বিভিন্ন সংগঠনের লোকজন সেখানে এসে হাজির হন ৷ প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন ।