বালাসোর, 11 ফেব্রুয়ারি : আইএসআই-র হয়ে চরবৃত্তি করার অভিযোগে দোষী সাব্যস্ত ডিআরডিও-র চাঁদিপুরের ফোটোগ্রাফার ঈশ্বর বেহরাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ৷ আজ বালাসোরের অতিরিক্ত জেলা জর্জ কোর্ট এই সাজা শুনিয়েছে ৷ 2015 সালে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে চরবৃত্তি করার অভিযোগে ঈশ্বর বেহরাকে গ্রেপ্তার করা হয় ৷
ঈশ্বর বেহরা চুক্তিভিত্তিক ফোটোগ্রাফার হিসেবে ডিআরডিও-র সঙ্গে কাজ করত ৷ 2014 সালে ওড়িশা পুলিশের অপরাধ দমন শাখা তাকে গ্রেপ্তার করে ৷ অভিযোগ ছিল, ডিআরডিও-র বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল নথি পাক গুপ্তচর সংস্থার কাছে বিক্রি করেছিল সে ৷ ঈশ্বর বেহরা ওড়িশার ময়ূরভঞ্জ জেলার কান্তিপুরের বাসিন্দা ৷