নয়াদিল্লি, 6 এপ্রিল: প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা এ কে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি বিজেপিতে যোগ দিলেন ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে গিয়ে তিনি পদ্ম শিবিরে শরিক হন ৷ তাঁকে বিজেপিতে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল ৷
অনিল বাবার মতোই কংগ্রেসে ছিলেন ৷ কিন্তু মাস তিনেক আগে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় ৷ কারণ, গুজরাত দাঙ্গায় ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার সমালোচনা করে তৈরি হওয়া বিবিসির তথ্যচিত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি ৷ টুইট করে তিনি লিখেছিলেন, বিজেপির সঙ্গে মতপার্থক্য থাকলেও বিবিসির তথ্যচিত্র ভারতের সার্বভৌমত্বে আঘাত করেছে ৷ যদিও কংগ্রেস ওই তথ্যচিত্রের বিরুদ্ধে কথা বলেনি ৷ বরং দলের নেতারা এই নিয়ে মোদি ও বিজেপিকে কটাক্ষ করেছেন একাধিকবার ৷
তাই দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে অনিল শীর্ষ নেতৃত্বের রোষের মুখে পড়েন ৷ সেই পরিস্থিতিতে পিছু না হঠে গত জানুয়ারিতে তিনি কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল ৷ তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও শোনা গিয়েছিল ৷ বৃহস্পতিবার সেই জল্পনাই সত্যি হল ৷ এদিন তিনি যখন গেরুয়া শিবিরে সামিল হলেন, সেই সময় কেরালায় বিজেপির সভাপতি কে সুরেন্দ্রণ ও কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরুলিধরণও উপস্থিত ছিলেন ৷