নতুন দিল্লি, 1 জানুয়ারি : রাজনীতিতে ঘর বদল করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের বোন অঞ্জু সেওয়াগ (Virender Sehwag sister Anju Sehwag joins AAP) ৷ শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগদান করেছেন তিনি ৷ অবশ্য শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে আম আদমি পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ চান্দেলাও ৷ দিল্লির রাজৌরি গার্ডেনে দলের জাতীয় সভাপতি পঙ্কজ গুপ্তা এবং মালব্য নগরের বিধায়ক সোমনাথ ভারতীর হাত ধরে যোগদান করেন তাঁরা ৷
এর আগে কংগ্রেস পার্টির হয়ে দক্ষিণপুর থেকে কাউন্সিলর ছিলেন অঞ্জু ৷ 2017 সাল অবধি সেই দায়িত্ব পালন করেছিলেন তিনি ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, নিজের এলাকায় প্রচুর কাজ করেছিলেন তিনি ৷ কিন্তু তাঁর এলাকার কাউন্সিলর আসনটি আপাতত সংরক্ষিত তাই সেখান থেকে লড়াই করার কোনও সুযোগ ছিল না ৷