পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বকাপের হারের মাঝে নৈনিতালে সাক্ষীর জন্মদিন পালন ধোনির - সাক্ষী

Mahendra Singh Dhoni Wife Birthday: নৈনিতালে মেয়ে জিভাকে সঙ্গে নিয়ে স্ত্রী সাক্ষী সিং রাওয়াতের জন্মদিন পালন করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ বিশ্বকাপে ভারতের হারের পর ভাঁটা পড়ল জন্মদিনের পার্টিতে ৷

Mahendra Singh Dhoni Wife Birthday
মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 2:50 PM IST

নৈনিতাল, 20 নভেম্বর: বিশ্বকাপের হারের মাঝেই নৈনিতালে সাক্ষীর জন্মদিন পালন করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ 35 বছরে পা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের স্ত্রী ৷ জন্মদিন পালন করতে আগেই লেক নগরীতে পৌঁছেছিলেন সাক্ষী, মেয়ে জিভা এবং ধোনি ৷ জন্মদিনের আগে সাক্ষী নয়না দেবীর মন্দির দর্শন করেন ৷ স্ত্রী ও কন্যাকে নিয়ে নৈনি লেকে বোটিং করতে দেখা গিয়েছে এই ক্যাপ্টেন কুলকে । নৈনিতালের সুন্দর উপত্যকা দেখার পাশাপাশি তিনি অন্যান্য জায়গাও ঘুরে দেখেন এ দিন । তবে নৈনিতালে ঘুরতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি তাঁর ভক্তদের থেকে দূরে ছিলেন এবং খুব কমই হোটেলের ঘর থেকে বেরিয়ে আসেন ।

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনি বর্তমানে পরিবারের সঙ্গে নৈনিতালে রয়েছেন । ধোনি তাঁর স্ত্রী সাক্ষীর জন্মদিন উদযাপন করতে নৈনিতালে এসেছেন ৷ সাক্ষীর জন্মদিনের জন্য হোটেলে বিশাল আয়োজন করা হয়েছিল ৷ এ বছর বিশ্বকাপ ফাইনালের দিন সাক্ষীর জন্মদিন পরে ৷ ফলে একদিকে সকলে ম্যাচ দেখছিল ৷ অন্যদিকে জন্মদিনের প্রস্তুতি চলে ৷ তবে 130 কোটি দেশবাসীকে নিরাশ করে ভারত বিশ্বকাপ ঘরে আনতে পারেনি ৷ জানা গিয়েছে, ভারত বিশ্বকাপ হারার পর খুব সাধারণভাবে সাক্ষীর জন্মদিন পালন করা হয় ৷ ভারতের উইকেট পড়তে থাকায় ধোনি হোটেলের ভেতরে চলে যান । এছাড়া ম্যাচ হারার পর হোটেলে ছিল সম্পূর্ণ নীরবতা এবং হোটেলের সব আলো নিভিয়ে দেওয়া হয়েছিল ।

তবে নৈনিতালে যাওয়ার আগে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, "ভারতীয় ক্রিকেট দল 2013 সালে বিশ্বকাপ জিতেছিল ৷ তারপরে কিছু ত্রুটির কারণে আমরা বিশ্বকাপ জিততে পারিনি । এবারের ভারতের দল বিশ্বের সেরা দল ৷" ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন । কিন্তু সেই প্রতাশ্যা অনুযায়ী ফল হয়নি । তাই ম্যাচ শুরুর সময় হোটেলে উৎসবমুখর পরিবেশ থাকলেও ভারতের হারের সঙ্গে তা থিতিয়ে যায় ৷

মহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন, উত্তরাখণ্ডের পাশাপাশি সারা দেশের যুবকদের ক্রিকেটের প্রতিভা রয়েছে । পাহাড়ের প্রতিভাগুলিকে তুলে আনতে হবে ৷ উত্তরাখণ্ডের গ্রামীণ এলাকার উদীয়মান খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং তাদের আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য এখানে একটি ক্রিকেট একাডেমি চালু করার কথা তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন:

  1. ধোনির বাইক সংগ্রহশালা ঘুরে দেখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার
  2. ক্যান্ডি ক্রাশে মগ্ন ধোনিকে ট্রে ভরতি চকলেট অফার করলেন বিমানসেবিকা !
  3. 'অস্ত্র' বদলেছে, অস্ত্রচালনার ধরন বদলায়নি ! টেনিস কোর্টেও সপ্রতিভ ধোনি

ABOUT THE AUTHOR

...view details