নয়াদিল্লি, 24 নভেম্বর : ফের খুনের হুমকি ভরা ইমেল পাঠানো হল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার (Former Indian Cricketer) তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে (another Death threat to Gautam Gambhir) ৷ বুধবার দুপুরের ওই মেলে তাঁর গোটা পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে ৷ হুমকি মেলে লেখা রয়েছে, মঙ্গলবারই তাঁকে খুন করার পরিকল্পনা ছিল ৷ কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন গম্ভীর ৷ দ্বিতীয়বার এমন মেল পাওয়ার পর উদ্বিগ্ন গম্ভীর পুরো বিষয়টি দিল্লি পুলিশকে জানিয়েছেন ৷ বিজেপি সাংসদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে (security tightened outside gautam gambhir's residence) ৷
গত মঙ্গলবার রাতে খুনের হুমকি দিয়ে গৌতম গম্ভীরকে ইমেল পাঠানো হয় ৷ আইসিস কাশ্মীর তাঁকে এই হুমকি পাঠিয়েছে বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে দিল্লির রাজেন্দ্রনগর থানা ও জেলা ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেন সাংসদ ৷ পূর্ব দিল্লির বিজেপি সাংসদ পরিবার নিয়ে রাজেন্দ্রনগর এলাকায় থাকেন । পুলিশের কাছে তাঁর অভিযোগ, আইসিস কাশ্মীর থেকে একটি ইমেল পাঠিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । তাঁর পরিবারেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : Death threat to Gautam Gambhir : গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইসিস কাশ্মীরের