নয়া দিল্লি, 5 অগস্ট:প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আটক করল পুলিশ ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন কংগ্রেস সাংসদরা ৷ তাঁদের সকলেরই পরনে ছিল কালো পোশাক ৷ রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় বিজয় চকে সনিয়া-পুত্রকে আটক করে পুলিশ (Rahul Gandhi and other congress leaders detained) ৷ আটক হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধিও ৷ চ্যাংদোলা করে প্রিয়াঙ্কাকে তোলা হল পুলিশের গাড়িতে ৷ দলের অন্য নেতারাও আটক হয়েছেন ৷
কয়েকদিন আগে থেকেই শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেছিল কংগ্রেস ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের মতো ইস্যুতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় দল ৷ সকালে সাংবাদিকদের সে ইঙ্গিতও দিয়েছিলেন রাহুল ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশকে পাশে বসিয়ে রাহুল জানান রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে তাঁরা বিক্ষোভ দেখাবেন ৷ তবে এর আগেই কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লি পুলিশের কাছে কর্মসূচি করতে চেয়ে আবেদন করেছিলেন ৷ কিন্তু তা খারিজ করে দেয় পুলিশ ৷
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজধানী অচলের ডাক কংগ্রেসের