গুজরাত, 9 জানুয়ারি : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা মাধব সিং সোলাঙ্কি ৷ বয়স হয়েছিল 93 বছর ৷ তিনি চার বার গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি ৷ শনিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা এক সময় বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ এদিন টুইটে তিনি লেখেন, "তাঁর মৃত্যুতে আমরা শোকাহত ৷ মাধবজি একজন দুর্দান্ত নেতা ছিলেন ৷ দশকের পর দশক তিনি গুজরাতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ সমাজের কাজের জন্য তাঁকে সবসময় মনে রাখা হবে ৷ তাঁর ছেলের সঙ্গে কথা বলে শোকবার্তা জানিয়েছি ৷"