গুয়াহাটি, 23 নভেম্বর : প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । বয়স হয়েছিল 84 বছর । তিনি গুয়াহাটির মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । 15 অগাস্ট তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছিল । এরপর থেকে প্রায় দু'মাস তিনি চিকিৎসাধীন ছিলেন ।
পরে সুস্থ হয়ে উঠলেও কোরোনা-পরবর্তী বিভিন্ন সমস্যা তাঁর শরীরে দেখা দেয় । 2 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।
আজ কয়েক ঘণ্টা আগেই অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করেছিলেন । লিখেছিলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । মাঝপথে কর্মসূচি বাতিল করে তরুণ গগৈ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য ডিব্রুগড় থেকে গুয়াহাটি ফিরে যাচ্ছি । তিনি সবসময় আমার কাছে বাবার মতো ।"
এর আগে গুয়াহাটির ওই হাসপাতালের সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা জানিয়েছিলেন, "9 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল প্রতি মুহূর্তে তাঁর পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন ৷ এই মুহূর্তে তাঁর অবস্থা খুবই সংকটজনক ৷ চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন ৷"