আগরতলা, 16 ফেব্রুয়ারি: বিজেপির বিরুদ্ধে বামফ্রন্টের পোলিং এজেন্টদের আক্রমণের অভিযোগে সরব হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Former Chief Minister of Tripura Manik Sarkar) ৷ সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন, "বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীনে অনেক জায়গায় বামফ্রন্টের পোলিং এজেন্টের উপর হামলা করেছে ৷" এমনকী ভোটারদের বাধা দেওয়ারও অভিযোগ করেছেন তিনি ৷ মানিকের দাবি, ভোট দিতে না-দেওয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন ভোটাররা ।
আগরতলায় ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, দলের তরফে তথ্য পেয়েছেন যে ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ভবানীপুর, নিদয়া, কেকে নগর, নির্ভয়পুরে বামফ্রন্টের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ এমনকী যারা জোর করে প্রবেশ করেছে ভোট দিতে তাদের উপর হামলা করা হয়েছে ৷ ভোট কেন্দ্রের বাইরে তাদের বের করে দেওয়া হয়েছে । আর এই ঘটনার জন্য তিনি গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুলেছেন (Tripura Assembly Election 2023) ৷