নয়াদিল্লি, 6 জুন :লাক্ষাদ্বীপে উন্নয়নের নামে যা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগের ৷ এমনই দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন প্রাক্তন 93 জন আমলা ৷ কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে যাতে সেখানকার উন্নয়নের মডেল তৈরি করা হয়, তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন আমলারা ৷
চিঠিতে বলা হয়েছে, দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে এক অনন্য অবস্থানে রয়েছে লাক্ষাদ্বীপ ৷ 2020 সালের ডিসেম্বরে লাক্ষাদ্বীপের প্রশাসক হিসেবে বাড়তি দায়িত্ব কাঁধে নেওয়া পিকে প্যাটেল যে তিনটি বিধির খসড়া প্রস্তাব করেছেন, সে বিষয় নিয়ে চিঠিতে লিখেছেন 93 জন আমলা ৷ দাদরা ও নগর হাভেলি এবং দিউ-এরও প্রশাসক পিকে প্যাটেল ৷
তিনি ক্ষমতায় আসার পরই তিনটি বিধির খসড়া প্রস্তাব পেশ করেছেন - লাক্ষাদ্বীপ ডেভলপমেন্ট অথরিটি রেগুলেশন, অসামাজিক কাজকর্ম রোধে নেওয়া বিধি (লাক্ষাদ্বীপ প্রিভেনশন অফ অ্যান্টি সোশ্যাল অ্যাকটিভিটিস রেগুলেশন) ও লাক্ষাদ্বীপের পশু সংরক্ষণ বিধি ৷ এ ছাড়াও লাক্ষাদ্বীপ পঞ্চায়েত বিধিতে সংশোধনেরও প্রস্তাব করা হয়েছে ৷ এরপর থেকেই উদ্বেগ তৈরি হয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যে ৷
আরও পড়ুন:লাক্ষাদ্বীপ প্রশাসকের নীতি প্রত্যাহারের দাবিতে মোদিকে চিঠি রাহুলের
এই নিয়েই প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আমলারা লিখেছেন, "স্থানীয়দের সঙ্গে আলোচনা না করেই এই খসড়া প্রস্তাব করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে ৷" এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অমিত শাহ এবং বন ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওড়েকরকেও ৷