পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kalyan Singh: প্রয়াত কল্যাণ সিং, শোক প্রকাশ মোদি-যোগীর

গত 4 জুলাইয়ে লখনউর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালে কল্যাণ সিং-কে ভর্তি করা হয় ৷ আজ হাসপাতালের তরফে জানানো হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপালের ৷

s
s

By

Published : Aug 21, 2021, 9:50 PM IST

Updated : Aug 21, 2021, 11:12 PM IST

লখনউ, 21 অগস্ট : প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (Kalyan Singh) ৷ বয়স হয়েছিল 89 বছর ৷ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ আজ প্রয়াত হন তিনি ৷

উত্তরপ্রদেশের আলিগড়ে 1932 সালে 5 জানুয়ারি জন্ম কল্যাণ সিংয়ের ৷ 1991 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি ৷ গত 4 জুলাইয়ে লখনউর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালে কল্যাণ সিং-কে ভর্তি করা হয় ৷ এদিন হাসপাতালের তরফে জানানো হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপালের ৷

কল্য়াণ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ প্রধানমন্ত্রী লেখেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি ৷ কল্যাণ সিংজি... রাষ্ট্রনায়ক, প্রবীণ প্রশাসক, তৃণমূল স্তরের নেতা এবং অসাধারণ মানুষ ৷ উত্তরপ্রদেশের উন্নতিতে অসামান্য অবদান রেখে গেলেন তিনি ৷ কথা বলেছি ওঁর ছেলে রাজবীর সিংয়ের সঙ্গে ৷ সমবেদনা জানিয়েছি ৷"

কল্যাণ সিয়ের মৃত্যুতে উত্তর প্রদেশে তিনদিনের শোক পালন করা হবে ৷ ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi adityanath) ৷ তিনি জানিয়েছেন, কল্যাণ সিংকে সম্মান জানাতে উত্তর প্রদেশ তিন দিন শোকপালন করবে ৷ 23 অগস্টে নারোরা গঙ্গাতীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ ওই দিন রাজ্যে ছুট থাকবে ৷

আরও পড়ুন: Kalyan Singh : বিজেপির সঙ্গ ছাড়ার পর কী ঘটেছিল কল্যাণ সিংয়ের জীবনে ?

এছাড়াও কল্যাণ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (M Venkaiah Naidu) প্রমুখ ৷

Last Updated : Aug 21, 2021, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details