পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে ৷ তাঁকে রামমনোহর লোহিয়া আয়ুর্বিজ্ঞান সংস্থার হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং

By

Published : Jul 4, 2021, 1:21 PM IST

লখনউ, 4 জুলাই : প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রামমনোহর লোহিয়া আয়ুর্বিজ্ঞান সংস্থায় ভর্তি করা হয়েছে ৷ লোহিয়ার মেডিসিন বিভাগে 89 বছরের এই বিজেপি নেতার চিকিৎসা চলছে ৷ চিকিৎসক শ্রীকেশ সিং জানান যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে ৷ যদিও এখন অবস্থা স্থিতিশীল ৷

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কল্য়াণ সিংয়ের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন ৷ সেখানে 10 মিনিট থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী সুরেশ খান্নাও ছিলেন ৷

1991-তে কল্যাণ সিং প্রথম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন বাবরি মসজিদ কাণ্ডে সমালোচনার মুখে পড়়েন তিনি ৷ এরপর 1992-এর 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ৷ এর পর ফের 1997 থেকে 1999 পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ বাবরি মসজিদ ধ্বংস কাণ্ডে সিবিআই জেরা করে তাঁকে ৷ পরে সিবিআই-এর বিশেষ আদালত তাঁকে অভিযোগ থেকে রেহাই দেয় ৷

শুধু মুখ্য়মন্ত্রী নয়, রাজ্যপালের পদও সামলেছেন তিনি ৷ 2014-র 4 সেপ্টেম্বর থেকে 2019 পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল ছিলেন ৷ এর পর 2015-র জানুয়ারিতে হিমাচল প্রদেশের রাজ্যপালের অতিরিক্ত কার্যভারের দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ 2015-র 12 অগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন কল্য়াণ সিং ৷

ABOUT THE AUTHOR

...view details