রাজনাদগাঁও, 19 সেপ্টেম্বর : নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ছত্তিশগড়ের প্রাক্তন পরিবহণমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রাজিন্দরপাল সিং ভাটিয়া ৷ আজ সন্ধ্যায় বাড়িতে নিজের ঘরে আত্মহত্যা করেন তিনি ৷ তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ৷ তবে মনে করা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণেই আত্মঘাতী হয়েছেন ৷ কারণ, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ৷ পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ৷
তিনি তাঁর ভাইয়ের সঙ্গে থাকতেন ৷ তবে কেন তিনি আত্মহত্যা করলেন সেই বিষয়ে এখনও কিছুই স্পষ্ট নয় ৷ পুলিশ ইতিমধ্যেই তাঁর বাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ যদিও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি তাঁর ঘর থেকে ৷