নয়াদিল্লি ও বিজয়ওয়াড়া: চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিকে বেআইনি বলে জানালেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর নাগেশ্বর রাও ৷ শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করা হয় ৷ সেই নিয়েই এক্স হ্যান্ডেলে (আগে টুইটার নামে পরিচিত ছিল) প্রতিক্রিয়া দেন নাগেশ্বর রাও ৷
এক্স হ্যান্ডেলে নাগেশ্বর রাও লেখেন, "আমি মামলার তথ্য সম্পর্কে মন্তব্য করতে পারি না ৷ কারণ, সেগুলি আমার কাছে নেই ৷ তাই আমি মামলার বৈধতা ও যথার্থতা এবং আজ ভোরে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখব ৷" এর পর তিনি এই গ্রেফতারির আইনি বৈধতা নিয়ে ব্যাখ্যা দেন ৷
সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর নাগেশ্বর রাও লেখেন, "দুর্নীতি প্রতিরোধ আইন, 1988 কে সংসদ সংশোধন করে দুর্নীতি প্রতিরোধ (সংশোধন) আইন, 2018 করেছে৷ এর মাধ্যমে ব্যাপকভাবে সংশোধন করা হয়েছে ৷ এতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে । এতে একটি নতুন ধারা 17এ যুক্ত করা হয়েছে । সরকারি দায়িত্ব বা কার্য সম্পাদনের ক্ষেত্রে একজন সরকারি কর্মচারী দ্বারা গৃহীত সুপারিশ বা সিদ্ধান্ত সম্পর্কিত অপরাধের তদন্ত সংক্রান্ত কিছু বিধি রয়েছে । কোনও পুলিশ অফিসার এই আইনের অধীনে কোনও সরকারী কর্মচারী কর্তৃক সংঘটিত অপরাধের বিষয়ে কোনও তদন্ত পরিচালনা করবেন না ।’’