পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bihar Sextortion Case: ফোন ধরতেই মহিলার আপত্তিকর ভিডিয়ো, সেক্সটরশনের শিকার প্রাক্তন মন্ত্রী - ভিডিয়ো কল

ফেসবুকে এক মহিলার সঙ্গে বন্ধুত্ব হয় প্রাক্তন মন্ত্রীর ৷ পরে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়ে পড়েন তিনি ৷ একদিন সকালে মহিলা তাঁকে ভিডিয়ো কল করে ৷ এরপর থেকেই লাগাতার ব্ল্যাকমেলের শিকার হতে থাকেন ৷ অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন তিনি।

ETV Bharat
বিহারে আপত্তিকর ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 7:24 AM IST

Updated : Oct 1, 2023, 8:00 AM IST

পটনা, 1 অক্টোবর: ফোনে ভেসে উঠল মহিলার আপত্তিকর ভিডিয়ো ৷ আর তা দেখেই ফেঁসে গেলেন বিহারের প্রাক্তন মন্ত্রী ৷ শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের এক প্রাক্তন মন্ত্রী এমন একটি যৌন-ভিডিয়ো কাণ্ডের শিকার হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে মন্ত্রীর কাছ থেকে নিয়মিত টাকাও দাবি করত এক মহিলা ৷

সূত্রের খবর, কয়েকদিন আগে ফেসবুকে এক মহিলা ওই প্রাক্তন মন্ত্রীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ৷ ফেসবুকে তার নাম ছিল সীমা ৷ নেতা সেই বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেন ৷ ফেসবুকে চলতে থাকে আলাপচারিতা ৷ চ্যাট করতে করতে একসময় প্রাক্তন মন্ত্রীর সঙ্গে ওই মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ৷ প্রথম দিকে চ্যাটিংয়েই কথাবার্তা চলত ৷

একদিন সকালে ওই মহিলা প্রাক্তন মন্ত্রীকে ভিডিয়ো কল করে ৷ প্রাক্তন ওই মন্ত্রীও কিছু না ভেবেই ভিডিয়ো কলটি ধরেন ৷ সঙ্গে সঙ্গে ফেসবুকের বন্ধুর আপত্তিকর ভিডিয়ো ভেসে ওঠে মোবাইলে ৷ একটুও সময় নষ্ট না করে স্ক্রিন রেকর্ডার চালিয়ে দেয় মহিলা ৷ মহিলার আপত্তিকর ভিডিয়ো দেখা অবস্থায় রেকর্ড হয়ে যায় প্রাক্তন মন্ত্রীর ভিডিয়ো ৷ এরপর থেকেই মহিলা তাঁকে ব্ল্যাকমেল করতে থাকে বলে অভিযোগ ৷

প্রাক্তন মন্ত্রী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর কথায়, "একদিন ফেসবুকে ওর অ্যাকাউন্ট থেকে একটা ফোন আসে ৷ আমি ফোনটা তুলি ৷ সঙ্গে সঙ্গে আপত্তিকর ভিডিয়ো দেখতে পেয়ে কেটে দিই ৷ কিন্তু ততক্ষণে রেকর্ডিং হয়ে গিয়েছে ৷ এরপর সে ওই রেকর্ড করা ভিডিয়োটি দেখিয়ে সে আমায় ব্ল্যাকমেল করা শুরু করে ৷" তিনি আরও জানান, প্রথমে ওই মহিলা প্রাক্তন মন্ত্রীর কাছ থেকে 20 হাজার টাকা চেয়েছিল ৷ পরে 2 লক্ষ টাকা চেয়ে বসে ৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: অ্যাপের মাধ্যমে ডেটিং ও মেটিংয়ের প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার 5

Last Updated : Oct 1, 2023, 8:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details