গুয়াহাটি, 23 নভেম্বর : অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের শারীরিক অবস্থার অবনতি ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, "খুবই সংকটজনক অবস্থা ।"
আশি ঊর্ধ্ব প্রবীণ কংগ্রেস নেতা চলতি মাসের 2 তারিখে কোরোনা পরবর্তী শারীরিক সমস্যা নিয়ে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন ৷ হাসপাতালের সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা জানান, 9 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল প্রতি মুহূর্তে তাঁর পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন ৷ এই মুহূর্তে তাঁর অবস্থা খুবই সংকটজনক ৷ চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন ৷ মাল্টি অর্গান ফেলিওরের কারণে তরুণ গগৈকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ রবিবার ডায়ালিসিস হয়েছে ৷ তাঁর রক্তচাপ ওঠা-নামা করছে ৷ শ্বাসপ্রশ্বাস কৃত্রিমভাবে যন্ত্রের সাহায্যে চলছে ৷