নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি : পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান সরাসরি জড়িত ৷ সোমবার এমনই দাবি করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল কেজেএস ধিঁলো ৷ 2019 সালে পুলওয়ামায় ওই আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছিল (Pulwama terror attack 2019) ৷ সেই সময় অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল কেজেএস ধিঁলো জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে 15 কর্পসের দায়িত্বে ছিলেন ৷
তিনি জানিয়েছেন, ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থা যে প্রমাণ, নথি ও অস্ত্র উদ্ধার করেছিল তদন্তের সময়, তার থেকেই প্রমাণ মেলে যে ওই হামলায় পাকিস্তান সরাসরি যুক্ত ছিল (Evidences of Pulwama attack proves Pakistan Army involved) ৷ জইশ-ই-মহম্মদ বা জেইএম পাকিস্তানে বসে চালানো হয় ৷ অর্থ-সহ সবরকম সাহায্যও করে পাকিস্তান ৷ ওই সংগঠনে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা এসে কাশ্মীর উপত্যকায় হামলা চালালো এবং সিআরপিএফ জওয়ানদের মারল ৷ এর ফলে ওই এলাকার শান্তি পুরোপুরি বিঘ্নিত হয়ে গিয়েছিল ৷