পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aryan Khan Case : আজ শাহরুখ-পুত্রের জামিনের শুনানি, আরিয়ানের হয়ে সওয়াল করবেন মুকুল রোহাতগি - আরবাজ মার্চেন্ট

আরিয়ানের জামিনের শুনানিতে লড়বেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি (Mukul Rohatgi) ৷ পর পর দু'বার ছেলের জামিনের আবেদন খারিজ হয়েছে ৷ আজ বম্বে হাইকোর্টে জামিনের শুনানি শাহরুখ-পুত্রের ৷

আরিয়ান খান ও মুকুল রোহতাগি
আরিয়ান খান ও মুকুল রোহতাগি

By

Published : Oct 26, 2021, 10:08 AM IST

Updated : Oct 26, 2021, 12:37 PM IST

মুম্বই, 26 অক্টোবর : মঙ্গলবার বম্বে হাইকোর্টে (Bombay High Court) রয়েছে মুম্বই ক্রুজ শিপ মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খানের (Aryan Khan) জামিনের শুনানি ৷ শাহরুখ-পুত্রের হয়ে শুনানির মামলা লড়বেন মুকুল রোহাতগি (Mukul Rohatgi) ৷ ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল (Attorney General of India) নিজেই এদিন জানিয়েছেন একথা ৷

মুনমুন ধামেচার আইনজীবী কাশিফ খান দেশমুখ (Kaashif Khan Deshmukh) জানিয়েছেন, প্রথম অর্ধে না হলেও হয়ত দ্বিতীয় অর্ধে মামলার ডাক পড়বে ৷

3 অক্টোবর মুম্বই ক্রুজ শিপে মাদক মামলায় আটক হন আরিয়ান খান (Aryan Khan) ৷ এরপর 8 অক্টোবর আরিয়ান, আরবাজ মার্চেন্ট (Arbaaz Merchant), মুনমুন ধামেচা (Munmun Dhamecha)-সহ 8 জনকে গ্রেফতার করে 'নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো'-র (Narcotics Control Bureau) আঞ্চলিক প্রধান (Zonal Director) সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷

19 অক্টোবর মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত (NDPS Court) আরিয়ান-সহ বাকিদের জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ সেদিন আরিয়ানের হোয়্যাটসঅ্যাপ চ্যাট (Whatsapp) নিয়ে প্রশ্ন তোলে এনসিবি ৷ এনিয়ে দু'দিন আরিয়ানের জামিন খারিজের পর সেদিনই শাহরুখ-পুত্রের আইনজীবীরা বোম্বে হাইকোর্টে যান জামিনের জন্য ৷ আদালতের তরফে 26 অক্টোবর পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছিল ৷ উল্লেখ্য, দেশের অন্যতম সেরা আইনজীবী রেবেকা জন (Rebecca John), সতীশ মানশিন্ডে (Satish Maneshinde) লড়ছেন শাহরুখ-পুত্রের জন্য ৷

আরও পড়ুন : Mumbai Cruise Drug Case : মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবির

আরিয়ান এখন আর্থার রোড জেলে (Arthur Road Jail) বন্দি ৷ 21 অক্টোবর শাহরুখ খান নিজে জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন ৷ সেদিনও তিনি সাংবাদিকদের কোনও প্রতিক্রিয়া দেননি ৷ ছেলেকে জেল থেকে ছাড়াতে প্রাণপণ চেষ্টা চালিয়ে গিয়েছেন শাহরুখ ৷

এর মধ্যে এনসিবি-র আঞ্চলিক প্রধান সমীর ওয়াংখেড়েকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ জানিয়েছেন সাক্ষী প্রভাকর শৈল (Prabhakar Sail) ৷ ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন এনসিপি (Nationalist Congress Party, NCP) নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকও (Nawab Malik) ৷ তদন্ত শুরু করেছেন এনসিবি-র (Narcotics Control Bureau) ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং (Gyaneshwar Singh) ৷

Last Updated : Oct 26, 2021, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details